Advertisement
Advertisement

‘গ্রেপ্তার করতে হবে অর্জুন সিংকে’, ভাটপাড়া ঘুরে দাবি তৃণমূলের পরিষদীয় দলের

‘এক সপ্তাহ পর ফের ভাটপাড়ায় আসব’, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের৷

TMC delegation visit Bhatpara, seek Arjun Singh's arrest
Published by: Tanujit Das
  • Posted:June 28, 2019 5:27 pm
  • Updated:June 28, 2019 5:27 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ‘‘বারাকপুরের সাংসদের নেতৃত্বেই ভাটপাড়ায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ গ্রেপ্তার করতে হবে অর্জুন সিংকে৷’’ চলতি মাসে উত্তপ্ত হয়ে ওঠা ভাটপাড়ার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এমন দাবিতেই সরব হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ নিশানা করলেন বিজেপিকে৷ প্রতিশ্রুতি দিয়ে জানালেন, এক সপ্তাহ পর আবার ভাটপাড়ায় যাবেন তৃণমূলের প্রতিনিধিরা৷

[ আরও পড়ুন: রাজ্য সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা, মেরামতির দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের]

Advertisement

শুক্রবার ভাটপাড়ায় সার্বিক অবস্থা পরিদর্শন করে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘এলাকায় শান্তি ফিরছে৷ পুলিশ ও প্রশাসনকে আইন মেনে কাজ করতে বলা হয়েছে৷ গুন্ডাদের গ্রেপ্তার করার এবং মজুত অস্ত্র-বোমা উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে৷’’ একই কথা বলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও৷ বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিশানা করে তিনি জানান, ‘‘আমরা কিছুতেই ভাটপাড়াতে অরাজকতা সৃষ্টি করতে দেব না৷ এক সপ্তাহ পর আবার ফিরব৷ বিজেপি এখানে সন্ত্রাস চালাচ্ছে৷ উত্তরপ্রদেশ, বিহার থেকে লোক এনে হিংসার পরিবেশ তৈরি করছে৷ কেবল মুসলমান নয়, বাঙালিদেরও মারা হয়েছে৷ অর্জুন সিংয়ের ক্রিমিনাল বাহিনীর কাছে অস্ত্র মজুত রয়েছে৷ অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে৷ ওর ক্ষমতা নেই এখানে শান্তি ফেরাতে পারবে৷ ভাটপাড়ায় শান্তি ফেরাতে তৎপর রাজ্য৷ সারা বাংলায় বিজেপি সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টির চেষ্টা করছে৷ যা রুখে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ এখানেই শেষ নয়, কলকাতার মেয়র আরও জানান, ভাটপাড়ায় সংঘর্ষের ঘটনায় মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার৷ পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে৷ আর্থিক সাহায্য দেওয়া হবে ক্ষতিগ্রস্থদেরও৷ মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে গ্রেপ্তারির দাবি তুললেও, বিষয়টিকে গ্রাহ্য করছেন না বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ কলকাতার মেয়রকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বেলন, ‘‘ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক৷’’

[ আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে পুরোদমে বর্ষা ] 

এদিন প্রথমেই কাঁকিনাড়া স্টেশন থেকে শুরু করে ভাটপাড়ার একাংশ ঘুরে দেখেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সুজিত বসু, ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা৷ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা৷ যে দোকান থেকে উত্তেজনার সূত্রপাত হয়, সেই দোকানটি এবং আশপাশের অঞ্চল ঘুরে দেখেন তাঁরা৷ মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কাটাতে ঘরে ঘরে গিয়ে মানুষের অনুযোগ শোনেন রাজ্যের মন্ত্রীরা৷ এরপরই সোজা ভাটপাড়া থানায় যান তাঁরা৷ সেখানে তাঁরা কথা বলেন, বারাকপুরের নয়া পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে৷ সূত্রের খবর, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে৷ এলাকায় দ্রুত শান্তি প্রতিষ্ঠা করতে প্রশাসনকে সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement