Advertisement
Advertisement

মণ্ডপে ভাঙচুর! তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মার স্থানীয়দের

দশমীর সকালে উত্তেজনা হুগলির উত্তরপাড়ায়।

TMC councilor vandalizes Durga Puja pandal
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 19, 2018 12:34 pm
  • Updated:October 19, 2018 12:55 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: গভীর রাতে একটি ক্লাবের পুজো মণ্ডপে চলে ভাঙচুর। ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পুরসভার চেয়ারম্যানকে ঘিরে চলল বিক্ষোভ। দশমীর সকালে উত্তেজনা ছড়াল হুগলির উত্তরপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল কাউন্সিলের নেতৃত্বে ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতী। উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। এদিকে ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন অভিযুক্ত কাউন্সিলর। বেলার দিকে তাঁকে দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দারা।কাউন্সিলরকে বেধড়ক মারধর করা হয়। 

[ নবমীর রাতে ফের চুরি ইসিএলের কর্মী আবাসনে, আসবাবপত্রে আগুন]

Advertisement

উত্তরপাড়া কোতরং পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রাজকৃষ্ণ স্ট্রিটের ইয়ংস্টার ক্লাব। প্রতিবারের মতো এবারে পুজো হচ্ছে ক্লাবে। ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার, নবমীর দিন, রাত আড়াইটে নাগাদ ক্লাবের সামনে জড়ো হয় একদল দুষ্কৃতী। মণ্ডপের সামনে ক্লাব সদস্যদের বসার জায়গায় চলে ভাঙচুর। যখন ভাঙচুর চলছিল, তখন সেখানে হাজির ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাধা দেওয়া তো দুর, দুষ্কৃতীদের ভাঙচুর করতে ইন্ধন দেন খোদ কাউন্সিলর। শুক্রবার সকালে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে ইয়ং স্টার ক্লাবের সামনে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। উত্তরপাড়ায় থানায় শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। এদিকে ক্লাবের ভাঙচুরের ঘটনার পালিয়ে গিয়েছিলেন উত্তরপাড়া-কোতরং পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সির সুমিত চক্রবর্তী। পরে তাঁকে দেখতে পেয়ে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।

[আড়াই বছরের শিশুর রহস্যমৃত্যু, ফাঁকা ঘর থেকে উদ্ধার দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement