দিব্যেন্দু মজুমদার, হুগলি: তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শ্রীরামপুরে। মৃতার নাম রমা নাথ। সোমবার সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি আত্মঘাতী হয়েছেন ওই কাউন্সিলর, তা নিয়ে ধন্দে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১ টা নাগাদ হাওড়াগামী শেওড়াফুলি লোকাল শ্রীরামপুর স্টেশন ছেড়ে এগোতেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। খবর পেয়েই শেওড়াফুটি জিআরপির তরফে উদ্ধার করা হয় ওই মহিলাকে। তখনই শনাক্ত যায় যে, তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বরের কাউন্সিলর রমা নাথ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ।
কিন্তু কীভাবে এই দুর্ঘটনা? অন্যমনস্ক অবস্থায় রেল লাইন পার হওয়ার কারণেই এমন মাশুল গুনতে হল কাউন্সিলরকে? নাকি পরিকল্পনামাফিক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি? এখন এই প্রশ্নই খুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে। সেই কারণেই তদন্তের স্বার্থে রমাদেবীর পরিবারের কোনও অশান্তি ছিল কি না, রাজনীতির আঙ্গিনায় কোনও সমস্যা তৈরি হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.