ফাইল ছবি
শাহজাদ হোসেন, জঙ্গিপুর: আবাস যোজনায় উপভোক্তাদের টাকা দিতে বৈষম্য করছেন পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম। এমনই অভিযোগ তুলে বিজেপিতে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলেরই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল।
তাঁর অভিযোগ, পুর এলাকার সমস্ত ওয়ার্ডের উপভোক্তাদের আবাস যোজনার টাকা দেওয়া হলেও প্রতিহিংসাবশত ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু উপভোক্তাদের টাকা আটকে রাখা হয়েছে। এই ঘটনায় শোরগোল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভা এলাকায়।
৮ নম্বর ওয়ার্ডে আবাস যোজনার টাকা না পাওয়া বঞ্চিতদের অভিযোগ, কেউ ভিত পর্যন্ত, কেউ আবার বাড়ির কিছুটা অংশ বানিয়ে টাকা না পেয়ে বেকায়দায় পড়ে রয়েছেন। দীর্ঘ দেড় বছর ধরে টাকা দেওয়া হয়নি। কাউন্সিলর পারভেজ আলমের দাবি, টাকা পাওয়ার জন্য যে আধিকারিকদের স্বাক্ষর দরকার, তাঁদের মধ্যে সকলেই প্রায় সই করে দিলেও একমাত্র চেয়ারম্যানই তা করেননি। প্রতিহিংসা করেই তিনি এমন করেছেন বলে অভিযোগ। ফলে সেই টাকা আটকে রয়েছে। আর সেজন্য চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের। এর পরই সুর চড়িয়ে তাঁর হুঁশিয়ারি, প্রতিহিংসার এই রাজনীতি বন্ধ না করলে বিজেপিতে যোগ দেবেন তিনি। পাশাপাশি তৃণমূলের পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোরও চ্যালেঞ্জ ছুড়েছেন পারভেজ।
যদিও তৃণমূল কাউন্সিলর পারভেজ আলমের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ইতিমধ্যেই সমস্ত ওয়ার্ডের পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের ২৪ জন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি সোমবারের মধ্যে বাকি আরও ১৫ জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তৃণমূলের চেয়ারম্যানের আরও দাবি, যাঁদের টাকা পাওয়ার কথা তাদের নাম না দিয়ে নিজের ঘনিষ্ঠদের টাকা দেওয়ার চেষ্টা করছেন ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর। আমরা সেটা বানচাল করে ন্যায্য প্রাপকদের দিয়েছি। এর জেরেই ওই কাউন্সিলরের ‘গাত্রদাহ’ হচ্ছে।
প্রসঙ্গত, ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল ২০২২ সালে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে পুরসভার বিরোধী দলনেতা হিসেবে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু মাস ছয়েক আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.