Advertisement
Advertisement
তৃণমূল কাউন্সিলর

ভোটের আগেই উত্তপ্ত বারাকপুর, আক্রান্ত তৃণমূল কাউন্সিলর

মারধরের ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে৷

TMC councillor allegedly beaten by some goons at Barrackpore

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 5, 2019 9:31 am
  • Updated:May 5, 2019 9:37 am  

আকাশনীল বন্দ্যোপাধ্যায়, বারাকপুর: রাত পোহালেই পঞ্চম দফার লোকসভা নির্বাচন৷ বারাকপুর কেন্দ্রে ভোটাভুটি৷ তার ঠিক আগেই তৃণমূল কাউন্সিলরকে মারধরের ঘটনায় উত্তপ্ত গোটা লোকসভা কেন্দ্র৷ তৃণমূল কাউন্সিলর আক্রান্ত হওয়ার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ৷ গুরুতর জখম অবস্থায় বেসরকারি একটি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির৷ পালটা এই ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই সুর চড়িয়েছেন তাঁরা৷ 

[ আরও পড়ুন: ‘বিজেপি-সিপিএম ফণীর মতোই ফুস হবে’, মিমির প্রচারে হুঙ্কার ফিরহাদের]

ভোটের আগে দলীয় কাজে ব্যস্ত ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়৷ শনিবারও তার অন্যথা হয়নি৷ বেশ খানিকটা রাত পর্যন্ত চক্রবর্তী পাড়ায় নিজের বাড়িতে দলীয় কর্মীসমর্থকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি৷ অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন যুবক তাঁর বাড়িতে ঢুকে পড়ে৷ সেখানেই বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ চিৎকার করতে শুরু করেন তৃণমূল কাউন্সিলর৷ তা শুনে বেরিয়ে পড়েন পাড়া প্রতিবেশীরা৷ পরিস্থিতি বেগতিক বুঝেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেওয়ার চেষ্টা অভিযুক্তরা৷ তবে ঘটনাস্থল থেকে তিনজনকে পাকড়াও করা হয়৷ গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে তৃণমূল কাউন্সিলরের৷ তৃণমূলের অভিযোগ, কাউন্সিলরকে বেধড়ক মারধরের ঘটনায় গেরুয়া শিবিরের যোগসাজশ রয়েছে৷ তারাই নির্বাচনের ঠিক আগে অশান্তি তৈরি করতে চাইছে৷ তাই শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনামাফিক হামলা করা হয়েছে৷ যদিও ঘাসফুল শিবিরের অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা সুর চড়িয়েছে বিজেপি৷ এই ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি গেরুয়া শিবিরের৷ 

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপি-সিপিএম ফণীর মতোই ফুস হবে’, মিমির প্রচারে হুঙ্কার ফিরহাদের]

সোমবারই বারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ তৃণমূলের হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দীনেশ ত্রিবেদী৷ তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং৷ উন্নয়নকে হাতিয়ার করেই এবারের লোকসভা নির্বাচনে জিতে হ্যাটট্রিক করবেন বলেই আশাবাদী তৃণমূল প্রার্থী৷ তবে গেরুয়া শিবিরও আশা রাখছে এই লোকসভা কেন্দ্রে জয় হবে প্রার্থী অর্জুন সিংয়ের৷ হাড্ডাহাড্ডি লড়াই লড়ে কে শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement