Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

রাজনৈতিক অশান্তি অব্যাহত মুর্শিদাবাদে, বোমাবাজিতে হাত-পা উড়ল কংগ্রেস কর্মীর, উদ্ধার তাজা বোমাও

সুতিতে প্রাক্তন প্রধানকে কুপিয়ে খুনের চেষ্টা।

TMC-Congress clash in various places in Murshidabad, 2 heavily injured after bombing | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 24, 2023 10:13 am
  • Updated:July 24, 2023 4:15 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজনৈতিক হিংসা যেন থামছেই না মুর্শিদাবাদে (Murshidabad)। পঞ্চায়েত ভোট পরবর্তী সময়েও রোজই বিভিন্ন রাজনৈতিক দলগুলি জড়িয়ে পড়ছে সংঘর্ষে। এবার কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) সমর্থকদের মধ্যে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল রানিনগরের ডেপুটিপাড়া। রবিবার রাতে বোমাবাজিতে হাত-পা উড়ল কংগ্রেস কর্মীর। আহত আরও একজন।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কর্মীরাই কংগ্রেস সমর্থকের বাড়ি লক্ষ্য করে রবিবার রাতে বোমাবাজি (Bombing) চালায়, চলে গুলিও। এই ঘটনায় কংগ্রেস কর্মী রেন্টু শেখ গুরুতর জখম হয়েছে। তাঁর হাত ও পা গুরুতরভাবে জখম। জানা যাচ্ছে, রেন্টু শেখ বোমা নিয়ে দৌড়নোর সময় তা ফেটে জখম হয়েছেন। আর তৃণমূল নেতৃত্বের দাবি, কংগ্রেসের কর্মীরাই বোমাবাজি করেছে। এতে জখম আততারি মণ্ডল নামে এক তৃণমূল কর্মীও। এনিয়ে রাতে ব্যাপক উত্তেজনা হয় ডেপুটিপাড়ায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের রানিনগরের (Raninagar) গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছে। তার মধ্যে কংগ্রেস সমর্থক রেন্টু শেখের অবস্থা শোচনীয়। সোমবার সকলের খবর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শহরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত, স্বাগত জানাতে মাঝরাতেই বিমানবন্দরে লাল হলুদ জনতার ঢল

জখম রেন্টু শেখের স্ত্রী ইতিনা বিবির বক্তব্য, “ভোটে এলাকায় কংগ্রেস-সিপিএম জোট প্রার্থীর জয় হওয়ার পর থেকেই বাড়ির সামনে তৃণমূলের লোকেরা আড্ডা মারে। আজ হঠাৎ করেই রাতের বেলায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে ও গুলি করেছে। তাতেই আমার স্বামী জখম হয়েছে।” যদিও তৃণমূলের রানিনগর ২ ব্লকের সভাপতি শাহ আলম সরকার জানান, “রাস্তার ধারে বাড়ি। গরমে পাড়ার লোকজন মাচানে বসে থাকে। কিন্তু কংগ্রেসের ওই সব বাড়ির লোকজন ভোটে জেতার পর থেকেই তৃণমূলের লোকেদের লক্ষ্য করে গালমন্দ করে। কালকেও করেছে। ওই ঝটমার প্রতিবাদ করলে রেন্টু শেখের ভাইপো প্রথমে বোমা মারে। তাতেই আততারী মণ্ডল জখম হয়। ঘটনায় লোকজন পালাতে থাকে। ওই সময় আবার বোমা নিয়ে দৌড়াবার সময় পড়ে গিয়ে নিজের বোমা ফেটে রেন্টু শেখ জখম হয়েছে। তৃণমূলের চেউ বোমা মারেনি।” কংগ্রেস নেতৃত্ব জাহাঙ্গীর ফকিরের অবশ্য দাবি, “ ওই অভিযোগ ঠিক নয়। ঘটনার সময় রেন্টু শেখ মসজিদে নমাজ পড়ে বাড়ি যাচ্ছিল। তখনই তাকে বোমা মারা হয়েছে। যার জেরে তার বাম হাত ও বাম পায়ের জঙ্ঘা জখম হয়েছে।”

[আরও পড়ুন: ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বড়সড় হার, এমার্জিং এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারত এ দলের]

অন্যদিকে, রবিবার রাতে সুতি ২ নম্বর ব্লকের উমরাপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান মজিবুর রহমানকে ধারালো অস্ত্র ((Sharp Weapon) দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভরতি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। জখম তৃণমূল প্রাক্তন প্রধান মজিবুর রহমান যদিও এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। এদিন রাতে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র নিয়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর প্রাণহানি আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন জখম মজিবুর রহমানের ছেলে নাসিম শেখ। যদিও সুতি ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে পালটা অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় তীব্র উত্তেজনা থাকায় পুলিশ টহলদারি চলছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সোমবার সকালে ফরাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের পূর্ব শিবতলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় বালতি ভরতি ৩০ টি তাজা বোমা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement