Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

‘ওদিকে নোটবাতিল,এদিকে ভোটবাতিল’, বিজেপি বিরোধিতায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আরএসএস-এ এখন ‘শপিংমল কালচার’ চলছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷

TMC chief Mamata Banerjee slams BJP for GST to demonetization.
Published by: Soumya Mukherjee
  • Posted:April 22, 2019 3:44 pm
  • Updated:April 22, 2019 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডি়জিটাল ডেস্ক: “বিজেপির ধর্ম মানুষ খুনের ধর্ম। তা প্রচার করেই দেশব্যাপী অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ওরা। আমি বিজেপির এই ধর্ম মানি না।” বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডলের সমর্থনে জামালপুরে সভা করতে এই মন্তব্যই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ভিড়ঠাসা জনসভার মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিজেপির বিরুদ্ধে আগাগোড়াই আক্রমণত্মক মুডে ছিলেন তিনি।

[আরও পড়ুন-‘রাফালে নিয়ে ভুল বলেছিলাম’, সুপ্রিম কোর্টে স্বীকারোক্তি রাহুলের]

প্রথমেই পাঁচ বছরে বিজেপি সরকার দেশের কী ক্ষতি করেছে, তার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “নোটবাতিল থেকে জিএসটি সবক্ষেত্রেই গরীব মানুষের ক্ষতি করেছে বিজেপি। ছোট ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। জায়গায় জায়গায় সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। তাই এবার ভোটে মানুষই তাদের ক্ষমতা থেকে তাড়াবে। নির্বাচন এলে চাকরি কত হয়েছে, কত কৃষক মারা গিয়েছে  – এসব না বলে পুলওয়ামাবালাকোট নিয়ে কথা বলছে। একদিন দেখা গেল, ৫০০ ও ১০০০-এর নোট বাতিল৷ মেয়েদের লক্ষ্মীর ঝাঁপি বাতিল৷ ও করেছে নোট বাতিল, আপনারা করুন ভোট বাতিল৷ একটাও ভোট দেবেন না মোদিকে৷’’ 

Advertisement

[আরও পড়ুন-অপমানজনক মন্তব্য করিনি, কারকারে নিয়ে কমিশনকে উত্তর সাধ্বী প্রজ্ঞার]

বিজেপি মানুষের আশাপূরণ ব্যর্থ হলেও মা-মাটি-মানুষের সরকার সব কাজ করে দিয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, “এই রাজ্যে যা কাজ হয়েছে তা কোনও রাজ্য করতে পারেনি, চ্যালেঞ্জ করে বলছি৷ আপনাদের এখানেও নতুন শিল্প  গড়ে উঠেছে। মিষ্টি হাব তৈরির কাজও চলছে। দিল্লির এই নির্বাচনে আমাদের রাজ্য থেকে ৪২টি আসনে জিতিয়ে দিন। তাহলে দেশের সরকার গড়তে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারব।”

[আরও পড়ুন-লোকসভা নির্বাচনের ফলের উপর নির্ভর করছে বাজার, কীভাবে লগ্নি করবেন?]

এরপরই নরেন্দ্র মোদি ও অমিত শাহকে কটাক্ষ তিনি বলেন, “দিল্লির দুই জগাই-মাধাই এসে আমাকে ভাষণ দিচ্ছে৷ চণ্ডীতলায় নিজেরা গন্ডগোল করেছে আর মুসলিমদের উপর দোষ দিচ্ছে৷ খুব ভাল করে ওদের চিনি৷ এখানে কারও উপর কোনও অত্যাচার হয়? আপনারা শান্তিতে আছেন তো? একটা পার্টি জনগণের কাজ করে না৷ নির্বাচনের আগে শুধু সাম্প্রদায়িক অশান্তি লাগায়৷ আপনারা কি সাম্প্রদায়িক অশান্তি চান? আমরা কেউ অশান্তি বা যুদ্ধ চাই না৷ কিন্তু, ওগুলোই ওদের উদ্দেশ্য। এরাজ্যে এখন তো আবার সিপিএমের হার্মাদ বিজেপির ওস্তাদ হয়েছে৷ কোনওদিন বাংলায় আসে না, বিপদে তাকিয়ে দেখে না৷ আর এখন নির্বাচনের সময়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকছে৷ বলছে, ভোট দাও৷ আর মোদিবাবু তো নিজের নামে সিনেমা, জামা, টুপি বিক্রি করছে। ক’দিন বাদে জুতোর দোকান করবে৷”

জামালপুরের সভা থেকে বিজেপির পাশাপাশি আরএসএস-কেও তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। টাকার বস্তা নিয়ে আরএসএস ভোট কিনতে এসেছে বলেও অভিযোগ জানান। কটাক্ষ করে বলেন, “আরএসএস-এ এখন শপিং মল কালচার চলছে। টাকার বস্তা নিয়ে ভোট কিনতে এসেছে ওরা। টাকা দিতে এলে নেবেন, কিন্তু ভোট দেবেন না৷” আগেও বেশ কয়েকবার এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নির্বাচনী মরশুমের ব্যস্ত শিডিউলে এদিন পরপর বেশ কয়েকটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement