সিপিএম প্রার্থী
অর্ণব দাস, বারাসত: হারের ভয়ে জনমত সোজা পেটে পুরলেন প্রার্থী! সিপিএম প্রার্থীর জয় রুখতে ব্যালট পেপার ছিঁড়ে খেয়েই ফেললেন তৃণমূল প্রার্থী। উত্তর ২৪ পরগনার হাবড়ার ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনাটি ঠিক কী? হাবড়ার ভুরকুণ্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে তখন গণনা (Panchayat Vote) চলছিল। সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার সেই সময় এগিয়ে ছিলেন। যদিও তাঁর নিজের দাবি তিনি চার ভোটে জিতছিলেন। ঠিক সেই সময়ই তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি, ঘরের ভিতরে ঢুকে সিপিএমের বাণ্ডিল থেকে ছিঁড়ে অর্ধেক ব্যালট খেয়ে নেন বলে অভিযোগ। বাকিটা ছড়িয়ে ফেলে দেন। এই ঘটনার খানিক পরই তৃণমূল প্রার্থী মহাদেব মাটি ৪৪ ভোটে এগিয়ে যান। আর এতেই শুরু হয়ে যায় জোর তরজা।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, ভোটগণনায় কারচুপি করার চেষ্টা করছিল বিজেপি। তাঁদের বাধা দিতে হাত কামড়ে ধরেন তিনি। ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ভোটে জেতেন বলেও দাবি করেন। যদিও ওই বুথে এখনও পর্যন্ত গণনা শেষ হয়নি বলেই জানা গিয়েছে। কাউন্টিং অফিসারের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
গোটা ঘটনায় তাজ্জব সিপিএম প্রার্থী। শুধু তাই নয়, পাশের বুথের যে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন, তিনিও মহাদেব মাটির কাণ্ডকারখানায় বিরক্ত বলে দাবি করেন রবীন্দ্রনাথ মজুমদার। উল্লেখ্য, এই পঞ্চায়েত ভোটেই কখনও ব্যালট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তো কখনও বাক্স ধরে জলে ফেলে দেওয়া হয়েছে। এবার গণনার মাঝেই ব্যালট পেপার খেয়ে ফেলার ছবি সামনে এল। যা নিয়ে বিরোধীরা ঠাট্টা-মশকরা করতেও ছাড়ছেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.