অর্ণব দাস, বারাকপুর: রাজ্যের ৫ জেলার ৬ আসনে চলছে উপনির্বাচন। ভোটের কথা মাথায় রেখে এদিন দর্শনার্থীদের জন্য বড়মার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে সাতসকালে পুজো দিতে মন্দিরে যান নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। তাঁকে মন্দিরের ভিতরে দেখেই ক্ষোভে ফেটে পড়েন বড়মার দর্শনে আসা ভক্তরা। মন্দির বন্ধ তাহলে প্রার্থী কীভাবে ভিতরে? প্রশ্ন তোলেন তাঁরা। প্রার্থীর গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ।
বুধবার রাজ্যের ৬ টি আসনে চলছে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে নৈহাটি বিধানসভা আসনও। ভোটের কারণে বুধবার সকালে বড়মার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। সেটা না জেনেই বহু দর্শনার্থী সেখানে হাজির হন। শোরগোল চলছিলই। এরই মাঝে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-কে মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে দেখেন ভক্তরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বন্ধ মন্দির, তাহলে কেন প্রবেশের অনুমতি পেলেন প্রার্থী সেই প্রশ্ন ওঠে।
এর পর প্রার্থী মন্দির থেকে বের হতেই তাঁর সামনেও বিক্ষোভ দেখান দর্শনার্থীরা। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রার্থীর গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মন্দির ছাড়েন সনৎবাবু। মন্দির থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.