Advertisement
Advertisement

Breaking News

নুসরত জাহান

প্রচারে বেরিয়ে চায়ের কাপ হাতে খোশমেজাজে নুসরত, দেখুন ভিডিও

বৃদ্ধাকে প্রণাম করে আশীর্বাদ নেন তৃণমূলের তারকা প্রার্থী৷

TMC candidate Nusrat Jahan take a cup of tea at Haroa
Published by: Sayani Sen
  • Posted:May 5, 2019 5:40 pm
  • Updated:May 5, 2019 5:40 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ৷ সপ্তম দফায় বসিরহাটে ভোটাভুটি৷ তার আগে রবিবার হোক কিংবা সোমবার, প্রচারে কোনও বিরতি নেই৷ প্রতিদিনই জনসংযোগে ব্যস্ত তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান৷ ভোটের ব্যস্ততায় এক্কেবারে ভিন্ন মুডে দেখা গেল তাঁকে৷

[ আরও পড়ুন: ‘এতদিন পাশে ছিলেন, পাশে থাকুন’, রবিবাসরীয় প্রচারে আরজি মিমির]

ভোটপ্রচারে বেরিয়েছিলেন৷ কথা বলছিলেন স্থানীয়দের সঙ্গে৷ কিন্তু আচমকাই মনে হল একটু চায়ের কাপে চুমুক দিলে কেমন হয়? চায়ের খোঁজে তাই হাড়োয়ার গয়েশপুরে একটি জায়গায় গাড়ি দাঁড় করালেন৷ কিন্তু রবিবার দুপুরবেলা৷ তা-ও আবার গ্রামের পথ৷ রোদের তাপে কিছুটা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট৷ সেখানে চায়ের দোকান কোথায় আর পাওয়া যাবে? তবে যাঁর চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তিনিও তো যে সে নন৷ তিনি নুসরত বলে কথা৷ অভিনয়ের দৌলতে যথেষ্টই জনপ্রিয়তা পেয়েছেন৷ তার উপর আবার তৃণমূলের তারকা প্রার্থী৷ তাই গাড়ি ঘিরে ভিড় জমান বহু মানুষ৷ এক মহিলা চা নিয়ে তাঁর কাছে এগিয়ে আসেন৷ হাতে চা পেয়েই যেন স্বস্তির নিশ্বাস ফেললেন নুসরত জাহান৷ সঙ্গে সঙ্গে চায়ের কাপে চুমুক দেন তিনি৷ চা যে বেশ ভাল হয়েছে তাও জানান তৃণমূলের তারকা প্রার্থী৷

Advertisement

Nusrat Jahan

[ আরও পড়ুন: ভারতীর ‘কুরুচিকর’ মন্তব্যকে সমর্থন দিলীপের, পালটা আক্রমণের হুমকি]

চায়ে চুমুক দিয়ে গলা ভেজানোর সময় আট থেকে আশি সকলেই ঘিরে ধরেন নুসরতকে৷ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি৷ তবে এই প্রথমবার নয়, এর আগেও প্রচারে বেরিয়ে অন্যরকমভাবে ধরা দিয়েছিলেন নুসরত৷ গ্রামে গাছ থেকে আম পাড়তেও দেখা গিয়েছিল তাঁকে৷ অলিগলি পথ ধরে ছাগল ছানাকেও কোলে তুলে আদর করতে দেখা গিয়েছিল তৃণমূলের তারকা প্রার্থীকে৷

NUSRAT-JAHAN

রবিবারও যেন এক্কেবারে ঘরের মেয়ের মতো সকলের সঙ্গে মিশে যান তিনি৷ একজন বৃদ্ধার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী৷

Nusrat Jahan

সকলের থেকে হাতজোড় করে আশীর্বাদ চান তিনি৷ মাথায় হাত রেখে আশীর্বাদও করেন বয়স্ক ওই মহিলা৷

Nusrat Jahan

আগামী ১৯ মে বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ ভোট দিয়ে তাঁকে জয়ী করার আরজি জানিয়েছেন নুসরত জাহান৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement