Advertisement
Advertisement

Breaking News

নুসরত জাহান

‘কোরান-গীতা-বাইবেল পড়েছি, ভেদাভেদ মানি না’, ধর্মনিরপেক্ষতা নিয়ে বার্তা নুসরতের

বৃহস্পতিবার কচুয়াধামে পুজো দেন তৃণমূলের তারকা প্রার্থী৷

TMC candidate Nusrat Jahan offers pray at Lokenath temple
Published by: Sayani Sen
  • Posted:April 19, 2019 5:33 pm
  • Updated:April 19, 2019 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মনিরপেক্ষতাই যে তাঁর ইউএসপি সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে তা আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো৷ এবার দলনেত্রীর কথাতেই সিলমোহর দিলেন নুসরত স্বয়ং৷ ফেসবুকে ছবি পোস্ট করে সেকথাই জানালেন তিনি৷

[ আরও পড়ুন: হুগলিতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, লকেটের বাড়িতে ঢুকে ভাঙচুর দলেরই একাংশের]

টলিউডের ব্যস্ততম অভিনেত্রী নাম লিখিয়েছিলেন তৃণমূল শিবিরে৷ দলে যোগ দেওয়ার উপহারও পেয়েছেন৷ নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই লড়ছেন তিনি৷ বিরোধীদের অভিযোগ, গ্ল্যামারকে হাতিয়ার করেই নাকি একটি লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে চেয়েছে তৃণমূল৷ সমালোচকদের এই টিপ্পুনির জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজনীতির ময়দানে এক্কেবারে আনকোরা হওয়া সত্ত্বেও শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার জন্য নুসরতকে ভোটযুদ্ধে লড়াই করানোর চিন্তাভাবনা বলেই জানিয়েছিলেন৷ দলনেত্রীর দাবি যে একেবারেই ভিত্তিহীন নয়, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তা স্পষ্ট করলেন তৃণমূলের তারকা প্রার্থী৷ বৃহস্পতিবার কচুয়াধামে লোকনাথের মন্দিরে পুজো দেন তিনি৷ ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নুসরত৷ তিনি লিখেছেন, ‘‘বসিরহাট কচুয়া বাবা লোকনাথের শান্তির ধামে৷ ঈশ্বর এক ও অদ্বিতীয়৷ আমি নুসরত জাহান৷ মুসলিম পরিবারের মেয়ে৷ আমি ধর্মের ভেদাভেদ মানি না৷ আমি যেমন কোরান পড়েছি৷ তেমন গীতা ও বাইবেল পড়েছি৷ কোথাও ধর্মের ভেদাভেদ ও হানাহানির কথা বলেনি।’’ নুসরতের এই পোস্টের পরই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷

Advertisement

NUSRAT-JAHAN

[ আরও পড়ুন: মনোনয়নে মুখোমুখি, দ্বন্দ্ব ভুলে সৌজন্য বিনিময় পার্থ-দেবলীনার]

প্রতিদিন ভোটপ্রচারে বেরিয়ে কখনও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তো কখনও বিরোধীদের আক্রমণই দস্তুর প্রার্থীদের৷ তবে বৃহস্পতিবার এক্কেবারে ভিন্ন মেজাজে জনসংযোগ করেন তারকা প্রার্থী নুসরত৷ হাড়োয়ার অলিগলিতে ঘুরতে ঘুরতে গ্রামের দস্যি কিশোরীর মতো আচরণ করতেও দেখা যায় তাঁকে৷ কখনও কোলে তুলে নেন ছাগলছানা৷

NUSRAT-JAHAN

আবার কখনও হাত বাড়িয়ে পেড়ে নেন কাঁচা আম৷

NUSRAT-JAHAN

তবে এত কিছুর পরেও স্থানীয়দের সমস্যার কথা শুনতেও ভোলেননি নুসরত৷ জিতলে পারলে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি৷

NUSRAT-JAHAN

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement