দেবব্রত মণ্ডল, বারুইপুর: ইতিমধ্যেই চতুর্থ দফার নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ৷ এই সময়ে প্রচারে খামতি, নৈব নৈব চ! রবিবার সকালে তাই জ্বর গায়ে ভোটের প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী৷ নকুলদানাও বিলি করলেন তিনি৷
নকুলদানা দাওয়াইয়ের কথা বললেই মনে পড়ে যায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কথা৷ সাংগঠনিক দিক থেকে তাঁর অভিজ্ঞতা অনেক বেশি৷ এদিকে, আবার রাজনীতির ময়দানে একেবারে আনকোরা মিমি চক্রবর্তী৷ তাই দলের শীর্ষনেতৃত্বর পথে হাঁটলেন তিনি৷ রবিবার সকালে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাটাগাছিতে শীতলা মন্দিরে পুজো দেন তৃণমূলের তারকা প্রার্থী৷ ততক্ষণে অবশ্য মন্দিরের বাইরে বহু মানুষের ভিড় জমে গিয়েছে৷ পুজোর প্রসাদ হিসাবে সকলের হাতে নকুলদানা তুলে দেন তিনি৷ মিমি বলেন, ‘‘সারাজীবন ঠাকুরের প্রসাদ হিসাবেই নকুলদানা দেখেছি৷ তাই ঠাকুরকে ভোগ দিলাম৷ সবাইকে দিলাম৷’’ গায়ে জ্বর নিয়ে রবিবাসরীয় সকাল থেকে প্রচার শুরু করেন মিমি৷ কালিকাপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ সাধারণ মানুষের ভালবাসাই যে অসুস্থ শরীরেও তাঁকে শক্তি জোগাচ্ছে তা জানান মিমি৷ তাঁর কথায়,‘‘মানুষের ভালবাসার উপরে কিছু আছে বলে আমার মনে হয় না৷ জ্বর হয়েছে ঠিকই৷ সবাই যখন আমার পাশে আছে, তখন আমার শরীর খারাপ প্রাধান্য পায় না৷’’ তিনি এদিন গৃহস্থের ঘরে ঘরে গিয়ে গৃহবধূদের রান্নাতেও সাহায্য করেন৷
জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় আদি বাস মিমির৷ উচ্চশিক্ষার জন্য গ্রাম ছেড়ে চলে আসেন কলকাতায়৷ নিজের দক্ষতায় অভিনয় জগতে জায়গা করে নেন৷ কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এবার রাজনীতির আঙিনায় মিমি৷ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন তিনি৷ রাজনীতিতে এক্কেবারে আনকোরা মিমি সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলেই আশা তৃণমূল নেত্রীর৷ তাই তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই কেন্দ্রে বামেদের হয়ে লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বিজেপির হয়ে লড়াই করছেন অনুপম হাজরা৷ কে হাসবেন যুদ্ধ জয়ের হাসি, তা নিয়ে দোলাচলে রাজনীতির কারবারিরা৷ উত্তর জানা যাবে আগামী ২৩ মে৷
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.