Advertisement
Advertisement
নুসরত জাহান, দেব

শেষবেলার প্রচারে ঝড় তুললেন নুসরত, সঙ্গী দেব

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেব, নুসরত দুজনেই৷

TMC candidate Dev holds road show for Nusrat Jahan in Basirhat
Published by: Sayani Sen
  • Posted:May 16, 2019 8:09 pm
  • Updated:May 16, 2019 9:22 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: রবিবার সপ্তম দফায় রাজ্যের ন’টি কেন্দ্রে ভোটগ্রহণ৷ তার আগে নজিরবিহীনভাবে প্রচারের দিনসংখ্যা কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবারই ছিল এ রাজ্যের প্রার্থীদের শেষ প্রচার৷ তাই সকাল থেকে কোমর বেঁধে শেষবেলার প্রচারে শামিল শাসক-বিরোধী উভয়পক্ষ৷ বাদ গেলেন না তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান৷ নিজের লোকসভা কেন্দ্রে বসিরহাটের একাধিক জায়গায় রোড শো এবং সভা করলেন তিনি৷ তাঁর সঙ্গে এদিন প্রচারে দেখা গিয়েছে অভিনেতা তথা রাজনীতিক দেবকেও৷

[ আরও পড়ুন: নারীসুরক্ষা নিয়ে নুসরতকে বেনজির আক্রমণ ভারতীর]

প্রচণ্ড দাবদাহে বাইরে বেরোলেই ত্রাহি ত্রাহি রব৷ কিন্তু তাতেও হাঁফালেন না বসিরহাটের তারকা প্রার্থী নুসরত৷ বৃহস্পতিবার দিনভর বসিরহাটের একাধিক এলাকায় হুডখোলা গাড়িতে চড়ে করলেন প্রচার৷ সভাতেই সেই একই মুখের হাসি৷ সঙ্গে ছিলেন দেব৷ লোকসভা নির্বাচনের আগে তাঁর ইউএসপি সৌজন্য৷ নুসরতের হয়ে প্রচারে বেরিয়ে সেই একইরকম রূপে ধরা দিলেন ঘাটালের তারকা প্রার্থী৷ সভামঞ্চ থেকে হাত মেলালেন সকলের সঙ্গে৷ তৃণমূলের দুই তারকা প্রার্থীদের গলাতেই শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর৷

Advertisement

NUSRAT

[ আরও পড়ুন: ‘বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে কমিশন’, বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর]

দক্ষতার নিরিখে অভিনেত্রী হিসাবে টলিপাড়ায় দিব্যি প্রভাব জমিয়েছেন নুসরত৷ কেরিয়ারের মধ্যগগনে দ্বিতীয় ইনিংসের সূচনা৷ রাজনীতির ময়দানে সদ্যই পা রেখেছেন তিনি৷ তৃণমূলের তরফে মিলেছে উপহার৷ রাজনীতির আঙিনায় পা রেখে পেয়েছেন সাংসদ হিসাবে ভোটে লড়ার টিকিট৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই লড়ছেন তিনি৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী পদ্ম শিবিরের সায়ন্তন বসু৷ রাজনীতির কারবারিদের দাবি, পাকা রাজনীতিকের বিরুদ্ধে নুসরতের লড়াই যে খুব একটা সোজা নয়, সে সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই প্রসঙ্গে বিরোধীরা অবশ্য তৃণমূল নেত্রীকে টিপ্পনি কাটতে ছাড়েননি৷ তাঁদের দাবি, নুসরতের ধর্ম এবং অভিনেত্রী হিসাবে গ্ল্যামারকে কাজে লাগিয়েই নাকি বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ের হাসি হাসতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও নিন্দুকদের দাবি মানতে নারাজ ঘাসফুল শিবির৷ বরং তৃণমূল নেত্রী বারবার দাবি করেছেন, রাজনীতিতে সদ্য পা রাখা নুসরত সাংসদ হওয়ার যোগ্য৷ উন্নয়নের কথা ভেবে তাঁকেই ভোট দেওয়া প্রয়োজন৷ তবে ঘাসফুল নাকি পদ্ম ফুল, বসিরহাটে কোন শিবিরের জয়জয়কার হয়, সেটাই এখন দেখার৷

এদিকে, শেষ বেলায় ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেন টলিউড অভিনেতা হীরণ। সকলকে তৃণমূলে ভোট দেওয়ার আরজিও জানান তিনি৷ 

 

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement