সম্যক খান, মেদিনীপুর: ভোটপ্রচারে বেরিয়ে বিপক্ষের প্রার্থী আঙুল তুলেছিলেন তাঁর রাজনৈতিক দক্ষতা নিয়ে৷ দেব সাংসদ থাকাকালীন এলাকার কোনও উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করতে কসুর করেননি গেরুয়া শিবিরের প্রার্থী ভারতী ঘোষ৷ ভোটপ্রচারে বেরিয়ে দক্ষ রাজনীতিকের মতো নাম না করে তাঁকে যোগ্য জবাব দিলেন তৃণমূলের তারকা প্রার্থী৷
ছোট থেকে মহিষদাতেই বেড়ে উঠেছেন দীপক অধিকারী৷ ভোটপ্রচারে বেরিয়ে বৃহস্পতিবার সকালে নিজের গ্রামেই গেলেন দেব৷ ভোটযুদ্ধ বলে কথা৷ তাই প্রচার শুরুর আগে মহিষদায় কালী মন্দিরে গিয়ে হাতজোড় করে আশীর্বাদ নিলেন তারকা প্রার্থী৷
স্থানীয়দের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি৷ এতদিন পর গ্রামের ছেলে ঘরে এসেছেন বলে কথা৷ তাই তো মিষ্টিমুখ করাতে ভোলেননি কেউই৷ ঠিক ছোটবেলার মতোই যত্ন করে মিষ্টি খাইয়ে দেন তাঁকে৷ শোনেন সমস্যার কথা৷
এরপর কেশপুরে চলে যান দেব৷ প্রচার মঞ্চে এক্কেবারে দুঁদে রাজনীতিকের মতোই কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলির তুল্যমূল্য বিচার করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি এক্কেবারে পরিসংখ্যান দিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন ঘাটালের তৃণমূল প্রার্থী৷
ঘাটালে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত কেন হল না, এই ইস্যুকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছেন বিরোধীরা৷ এ নিয়ে ইতিমধ্যেই দেবের ব্যর্থতাকেই দায়ী করেছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ এদিনের প্রচারে সেই ইস্যু টেনে এনে গেরুয়া শিবিরকে পালটা জবাব দেন তৃণমূল প্রার্থী৷ সাংসদ নন, শুধুমাত্র কেন্দ্রের উদাসীনতাই যে মাস্টারপ্ল্যানের বাস্তবায়নের অন্তরায় তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন দেব৷ দক্ষতা নিয়েও বারবার বিরোধী দলের নেতাকর্মীরা খোঁচা দিয়েছেন তারকা প্রার্থীকে৷ লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে সেই অভিযোগেরও সদুত্তর দিয়েছেন তৃণমূল প্রার্থী৷ দেব বলেন, ‘‘গত দু’বছর ধরে কাজ শিখেছি৷ এখন আমি কাজ শিখে গিয়েছি৷ আর কোনও অসুবিধা হবে না৷’’ ঘাসফুল শিবিরের এক সৈনিক হিসাবে কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি না করে এলাকার উন্নয়নই যে তাঁর একমাত্র লক্ষ্য, তা বুঝিয়ে দিয়েছেন দেব৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.