Advertisement
Advertisement
তৃণমূল, অস্ত্র

বীরভূমে অস্ত্র হাতে বাইক মিছিল তৃণমূলের, কমিশনে নালিশ বিরোধীদের

বিডিওর কাছে রিপোর্ট তলব রিটার্নিং অফিসার তথা বীরভূমের জেলাশাসকের।

TMC brings out Bike rally with fire arms in Birbhum
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 24, 2019 8:39 pm
  • Updated:August 22, 2022 3:04 pm  

নন্দন দত্ত, সিউড়ি: তৃণমূল কংগ্রেসের বাইক মিছিলে আগ্নেয়াস্ত্র! বিতর্ক তুঙ্গে বীরভূমের সাঁইথিয়ায়। কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস ও সিপিএম। সাইঁথিয়ার বিডিও-র কাছে মিছিলের ভিডিও-সহ পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন রিটানিং অফিসার তথা বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু। এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সাফাই, ‘বাইক মিছিলে খেলনা বন্দুক নিয়ে হয়তো কেউ আনন্দ প্রকাশ করছিল।’

[ আরও পড়ুন; বীরভূমে ১০০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, ঘোষণা বিশেষ পর্যবেক্ষকের]

চতুর্থ দফায় আগামী ২৯ এপ্রিল ভোট বীরভূমের দুটি লোকসভা আসনে। বীরভূম কেন্দ্রে দলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বুধবার সাঁইথিয়ার হরিসরা পঞ্চায়েত এলাকা বাইক মিছিল বের করেছিলেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। সেই মিছিলকে ঘিরে বিতর্ক তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, হরিসরা পঞ্চায়েত বাইক মিছিলের জন্য প্রশাসনের অনুমতি নেয়নি এ রাজ্যের শাসকদল। এমনকী, মিছিলে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বুধবার সিউড়িতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। বৈঠকে তৃণমূলের বাইক মিছিল নিয়ে অভিযোগ করেন কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধিরা।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার সাঁইথিয়ার হরিসরা গ্রাম পঞ্চায়েতে এলাকার তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল শামিল হয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার। তিনি নিজেই বাইক চালাচ্ছিলেন। আর বাইকের পিছনে বসেছিলেন আরও একজন যুবক। এই দু’জনের কারও হাতেই সম্ভবত রিভলভার ছিল। শুধু তাই নয়, দিন কয়েক আগেই বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক জেলা নেতার উপর হামলা হয়। সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে ওই দুই যুবকের নাম উঠে আসে।

ছবি: সুশান্ত পাল

[ আরও পড়ুন: এবার রিয়া-রাইমার বেডরুমেও হাজির মুনমুনের নয়া প্রেম দুষ্টু ‘বাদশা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement