Advertisement
Advertisement

Breaking News

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোনা, জখম ১০

এলাকায় চলছে পুলিশি টহল, পরিস্থিতি থমথমে৷

TMC-BJP clash in West Midnapore, 10 injured
Published by: Tanujit Das
  • Posted:September 18, 2018 4:03 pm
  • Updated:September 18, 2018 4:03 pm  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা৷ গতকাল কাঁথিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে৷ সেই হামলারই প্রতিবাদের ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা৷ এক্ষেত্রে অভিযোগ, বিক্ষোভরত বিজেপি কর্মীদের উপর হামলা চালায় এলাকার তৃণমূল সমর্থকরা৷ ঘটনায় এখনও পর্যন্ত দশজন বিজেপি কর্মী জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ তাঁদের প্রত্যেককে ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে৷ এলাকার টহল দিচ্ছে পুলিশ৷ পরিস্থিতি এখনও থমথমে৷

[পঞ্চায়েতে জয়, রাতারাতি নীল-সাদা অফিস গেরুয়া-সবুজ!]

Advertisement

জেলা বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতির উপরে হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করেন তাঁরা৷ সেই ঘোষিত কর্মসূচি তাঁরা চালাচ্ছিলেন চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকার দিঘির মোড়ে৷ বিজেপি কর্মীদের বিক্ষোভের ফলে কার্যত স্তব্ধ হয়ে যায় চার নম্বর ঘাটাল-চন্দ্রকোনা রোড৷ বিক্ষোভ কিছুক্ষণ চলার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক গৌতম ভট্টাচার্যের অভিযোগ, তাঁদের দল ও নেত্রীর নামে অত্যন্ত কুরুচিকর স্লোগান দেন বিক্ষোভরত বিজেপি সমর্থকরা৷ রাজনৈতিক কর্মসূচিতে চলে ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি৷ ফলে বিজেপি সমর্থকদের বোঝাতে যান তাঁরা৷ কথাবার্তার মাঝেই তাঁদের উপর চড়াও হন বিজেপি সমর্থকরা৷ যদিও শাসকদলের এই দাবি খারিজ করেছেন বিজেপির মণ্ডল সভাপতি স্বরূপ মজুমদার৷ তাঁর পালটা অভিযোগ, কোনও ব্যক্তিগত আক্রমণের দিকে হাঁটেনি গেরুয়া শিবির৷ বরং শাসকদলই বলপূর্বক তাঁদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করতে চায়৷

[ভিন ধর্মে বিয়ে, বর ও তাঁর পরিবারকে খুনের হুমকি কনের পরিবারের]

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ তাঁদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও৷ এলাকা এখনও থমথমে হয়ে রয়েছে৷ দুই দলের সমর্থকদের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন বিজেপির ১০ জন৷ তাঁদের প্রত্যেককে ভরতি করা হয়েছে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ও জেলা হাসপাতালে৷ কেবল চন্দ্রকোনাই নয়, শিলিগুড়ি, হাওড়া-সহ রাজ্যের একাধিক স্থানে মঙ্গলবার বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা৷ উল্লেখ্য, সোমবার সকালে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ অভিযোগ, বিজেপির বিক্ষুব্ধ বেশ কয়েকজন কর্মী ওই এলাকায় দলের রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে গো-ব্যাক স্লোগান দেয়৷ কুশপুতুলও দাহ করে তারা৷ বিজেপি সভাপতির অনুগামীদের সঙ্গে সংঘর্ষে বাধে তাঁদের৷

ভিডিও: সুকান্ত চক্রবর্তী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement