Advertisement
Advertisement

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ময়ূরেশ্বর, জখম মহিলা

বিজেপি এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের৷

TMC-BJP clash in Birbhum
Published by: Kumaresh Halder
  • Posted:November 15, 2018 5:11 pm
  • Updated:November 15, 2018 5:11 pm  

নন্দন দত্ত, সিউড়ি: ফের উত্তপ্ত বীরভূম৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল ময়ূরেশ্বরে৷ গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় একজন মহিলা জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর৷

[হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ময়ূরেশ্বরের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সংসদ এলাকায় উন্নয়নমূলক কাজ শুরু করেন বিজেপি৷ অভিযোগ, তৃণমূলকে না জানিয়ে কাজ শুরু করায় বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা৷ কাজে বাঁধা পেয়ে রুখে দাঁড়ান বিজেপি কর্মীরা৷ উন্নয়নের কাজ নিয়ে চলতে থাকে উভয়পক্ষের বচসা৷ মিনিট দশেকের বচসা গড়ায় হাতাহাতিতে৷ বাঁশ-লাঠি দিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ৷ তৃণমূল-বিজেপি উভয় গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে জখম হন স্থানীয় এক মহিলা৷ পরে তাঁকে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়৷ আপাতত ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা৷ এলাকায় অশান্তির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ময়ূরেশ্বর থানার পুলিশ৷ এলাকায় পুলিশ ঢুকতেই ঘটনাস্থলে ছেড়ে চম্পট দেয় উভয় দলের কর্মী সমর্থকরা৷

Advertisement

[কনস্টেবল অসীম দাম খুনের মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড]

জানা গিয়েছে, ময়ূরেশ্বরের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে তৃণমূলের দখলে৷ রাউতারা সংসদ রয়েছে বিজেপির দখলে৷ অভিযোগ, কাজের সুবিধার্থে তৃণমূলের তরফে প্রতিটি সংসদ এলাকায় কাজ করার ক্ষেত্রে কিছু নির্দেশ জারি করা হয়৷ উন্নয়নমূলক কাজ করতে গেলে শাসকদলকে জানানোর আর্জিও জানানো হয়৷ অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে কিছুই না জানিয়ে উন্নয়নকাজে হাত লাগায় বিজেপি৷ পঞ্চায়েতের কাজে সমস্যা হতে পারে, এই দাবি তুলে বিজেপিকে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ কাজে বাধা পেয়ে মারমুখী হয়ে ওঠেন বিজেপির নেতা-কর্মীরা৷ পালটা প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল৷

[প্রিয়জনের স্মৃতিতে বৃক্ষশিশু রোপণ, পরিবেশ সচেতনতায় পথ দেখাচ্ছেন ‘গাছমাস্টার’]

রাউতারা গ্রামে কাজ আটকে দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে৷ যদিও পরে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ময়ূরেশ্বর থানার পুলিশ৷ এলাকায় চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি তহলের ব্যবস্থা রাখা হয়েছে৷ অন্যদিকে, বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ উলটে, বিজেপি এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বলেও তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement