ফাইল ছবি।
নন্দন দত্ত: বীরভূম: ভোট মিটে যাওয়ার পরেও সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের (Birbhum) একাধিক এলাকা। সিউড়ি (Suri) থানা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তির জেরে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে এক ব্যক্তিকে। অন্যদিকে তারাপীঠ (Tarapith) এলাকায় উদ্ধার হয়েছে তাজা বোমা। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর দোকানেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সবমিলিয়ে, ভোট মিটলেও অশান্তি থামছে না বীরভূমে (Birbhum)।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সিউড়ি থানা এলাকার চাঙ্গুরিয়া গ্রামে কিছুজন একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেখানেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজেপি কর্মীরা অভিযোগ তোলেন যে শাসক দলের কর্মীরা তাঁদের বাড়ি ভাঙচুর করেছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা তাঁদেরকে মারধর করেছে। সংঘর্ষের জেরে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে একজনকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) উত্তাপ ছড়িয়েছে তারাপীঠেও। সেখানে তৃণমূল প্রার্থী সেরিনা খাতুনের দোকান ও গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর বিরুদ্ধে। জানা গিয়েছে, চাঁদ সুলতানার কাছে পরাস্ত হন সেরিনা। তারপরেই সেরিনার দোকানে আগুন ধরানোর অভিযোগ ওঠে। আগুনে ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে পুলিশ জানিয়েছে।
তারাপীঠেই বৃহস্পতিবার সকালে তাজা বোমা মিলেছে। নিস্পরুন হাইস্কুলের পাশে একটি পুকুরপাড় থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের অনুমান, দুটি ব্যাগে ১২-১৫ টি বোমা রয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। তবে কে বা কারা স্কুলের পাশে বোমা গুলি মজুত করে রেখেছে সেই বিষয়টি তদন্ত করছে তারাপীঠ থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.