Advertisement
Advertisement

Breaking News

‘রোজভ্যালির বাগানে ফুল’ হতে চেয়েছিলেন বাবুল!

বিজেপি-রোজভ্যালি আঁতাতের ছবি সামনে এনে তীব্র আক্রমণে নামল তৃণমূল নেতৃত্ব৷

 TMC Attacks Babul Supriyo over Rosevalley scam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 9:15 pm
  • Updated:May 20, 2023 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে শুক্রবারই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল সাংসদ তাপস পাল৷ প্রতিহিংসার রাজনীতির কারণেই যে এই পদক্ষেপ, সে অভিযোগ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার একই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিঁধলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান৷

এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ডেরেক৷ যেখানে বাবুলের মুখে শোনা যাচ্ছে রোজভ্যালির প্রশংসা৷ এমনকী ভিডিওতে দেখা যাচ্ছে, রোজভ্যালির ফুলের বাগানে তিনিও ফুল হতে চান বলেও ইচ্ছে প্রকাশ করছেন বাবুল৷ এই ভিডিও প্রকাশ করেই রোজভ্যালির সঙ্গে বিজেপি নেতার সম্পর্কের চিত্রটি খোলসা করেছেন ডেরেক৷ এদিন বাবুলের বিয়ের একটি ছবিও পোস্ট করেছেন তিনি৷ যেখানে উপস্থিত সাহারা কর্তা সুব্রত রায়৷ আর তারপরই কটাক্ষ করে তাঁর প্রশ্ন, এ ছবির কথা কি ভুলে গিয়েছেন মোদি?

Advertisement

প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তাপস পালের গ্রেপ্তারিকে প্রতিহিংসার রাজনীতি হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, যদি কোনও বিশেষ চ্যানেলে যাওয়া কোনও অভিনেতার অপরাধ হয়, তাহলে সে চ্যানেল এতদিন চলছে কী করে? চিটফাণ্ডের রমরমার জন্যও এদিন কেন্দ্রকে দোষারোপ করেন মমতা৷ জানান, রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির প্রশ্রয়েই এগুলো মাথা তুলে দাঁড়িয়েছে৷

নোটবন্দির জেরে কেন্দ্র রাজ্য সংঘাত ছিল চরমে৷ এদিন তৃণমূল সাংসদের গ্রেপ্তারিতে তাতে ঘৃতাহুতি হল৷ বাবুলকে হাতিয়ার করেই বিজেপি-রোজভ্যালি আঁতাতের ছবি সামনে এনে তীব্র আক্রমণে নামল তৃণমূল নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement