Advertisement
Advertisement
অমিত শাহ

কবিগুরুর জন্মস্থান বীরভূম! প্রচারে ভুল তথ্য দেওয়ায় অমিত শাহকে কটাক্ষ তৃণমূলের

রবীন্দ্র জন্মজয়ন্তীতে টুইটারে ভিডিও পোস্ট করে কটাক্ষ তৃণমূলের৷

TMC attacks Amit Shah over Rabindranath Tagore's birth place row
Published by: Sayani Sen
  • Posted:May 9, 2019 4:23 pm
  • Updated:May 9, 2019 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? তাঁকে নিয়ে কার জ্ঞান কতটা? এসব নিয়েই এখন রাজনীতির ময়দানে চলছে দড়ি টানাটানি৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি আগেই বীরভূমের প্রচারসভায় বলে ফেলেছিলেন, বীরভূমের মাটি বিশ্বকবির জন্মস্থান৷ গত ২৩ এপ্রিল বীরভূমের মহম্মদবাজারের গণপুরে প্রথমবার জনসভা করেন গেরুয়া শিবিরের শীর্ষ স্তরের নেতা৷ তিনি বলেন,‘‘বীরভূমের পবিত্র ভূমি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল, সেই মাটিকে কোটি কোটি প্রণাম।’’  সেই দাবির পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন৷ কিন্তু বৃহস্পতিবার কবিগুরুর জন্মতিথি বলে কথা৷ তাই এদিন আরও বিতর্কের মুখে অমিত শাহের মন্তব্য৷ কিন্তু গোড়াতেই যে গলদ৷ কারণ, কবিগুরু জন্মেছিলেন কলকাতায়৷ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে৷

[ আরও পড়ুন: সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি, নির্বাচন কমিশন দপ্তরের বাইরে অবস্থানে সৌমিত্র খাঁ]

তথ্যে ভুলের ইস্যুকে সঠিক দিনে কাজে লাগাতে এতটুকুও সময় নষ্ট করেনি ঘাসফুল শিবির৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে৷ ওই ভিডিওতে বারবার করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অমিত শাহের সেদিনের বক্তব্য দেখানো হয়েছে৷ ভিডিওর শেষে লেখা হয়েছে, ‘‘#রবীন্দ্রজয়ন্তী বিজেপি সভাপতি জানেনই না রবীন্দ্রনাথের জন্ম কোথায় হয়েছিল। ওনারা নাকি বাংলা সংস্কৃতি রক্ষা করবেন! আগে বাংলা সম্বন্ধে জানুন, তারপর বাংলা জেতার স্বপ্ন দেখবেন৷’’  অমিত শাহের এই মন্তব্যে বিরক্ত শিক্ষিত সমাজ। কীভাবে একজন দুঁদে রাজনীতিক একথা বলতে পারেন, সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকেই৷

Advertisement

[ আরও পড়ুন: স্নাতকে ভরতির জন্য বিভিন্ন ফর্ম ফিলআপ, পড়ুয়াদের সুবিধায় সিদ্ধান্ত সেন্ট জেভিয়ার্সের]

যদিও ওয়াকিবহাল মহলের দাবি, বীরভূমের সভায় রবীন্দ্রনাথের আবেগ উসকে দিয়েই নাকি সকলের মন জয়ের চেষ্টা করেছিলেন অমিত শাহ৷ তবে তাতে বিপাকেই পড়তে হল পদ্ম শিবিরকে৷ জনসভার মঞ্চ থেকে দেওয়া ভুল তথ্যের জেরেই নাকি নিজের এবং দলের বিপদ ডেকে আনলেন অমিত শাহ৷ নির্বাচনী আবহে এই ইস্যুকে ফায়দা তুলতে সচেষ্ট তৃণমূল৷ তাই রবীন্দ্রজয়ন্তীতে পুরনো ইস্যুকে জিইয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছে তৃণমূল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement