ফাইল ছবি
অংশুপ্রতিম পাল, খড়গপুর: জোড়া ফলায় বিদ্ধ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। তাঁর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানোর চেষ্টা-সহ ভয়, ঘৃণা ও প্ররোচনামূলক ভাষণ দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। মঙ্গলবার হিরণের বিরুদ্ধে একদিকে তৃণমূলের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে, অপরদিকে, সবং থানায় দুটি অভিযোগ জমা পড়েছে। যদিও এই অভিযোগের কোনও সারবত্তা নেই বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে তৃণমূল বিজেপির এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ-সহ প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে।
সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ নির্বাচনী প্রচারে সবং বিধানসভা কেন্দ্রে গিয়েছিলেন। অভিযোগ, সেই প্রচারে গিয়ে তিনি সবং থানার বলপাই এলাকায় একটি নির্বাচনী সভায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণকুমার মিশ্রের বিরুদ্ধে সরব হন। অভিযোগ, তাঁর ঠ্যাঙ ভেঙে দেওয়া-সহ মা-বোনেদের ঝাঁটা, লাঠি, কাটারি ইত্যাদি নিয়ে তাড়ানোর প্ররোচনা দেন। আর হিরণের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বলপাই ও ভেমুয়া অঞ্চলের দুই সভাপতি মঙ্গলবার সবং থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। আর রাজ্য তৃণমূলের পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ব্যাপারে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, ‘‘অভিযোগের কোনও সারবত্তা নেই। কারণ, হিরণ কারও নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। ফলে আমরা এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছি না।’’ পাশাপাশি তাঁর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের পর থেকে ভেমুয়া অঞ্চলের বহু বিজেপির কর্মী এখনও ঘরছাড়া রয়েছেন। অনেকে জীবিকা অর্জনের জন্য ভিন রাজ্যে চলে গিয়েছেন। এমনকী, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভেমুয়া গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়নপত্র জমা করতে দেওয়া হয়নি। আর সোমবার প্রার্থীকে কাছে পেয়ে বলপাই ও ভেমুয়ার সাধারণ মানুষ-সহ মহিলারা সেই অভিযোগ করেন। তখন হিরণ তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি কারও নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।
অপরদিকে, তৃণমূলের সবং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, ‘‘প্রচারে মানুষ না পেয়ে বিজেপির প্রার্থী এই ধরনের প্ররোচনামূলক ভাষণ দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। এলাকায় ভয় ও ঘৃণার পরিবেশ তৈরির চেষ্টা করছেন। আমাদের পক্ষ থেকে মঙ্গলবার সবং থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। আর রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া নিয়ে প্রার্থীপদ বাতিল করা হোক।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.