Advertisement
Advertisement

Breaking News

TMC-GJM

সমর্থন নয়, পাহাড়ে আলাদাভাবেই লড়বে তৃণমূল ও মোর্চা, প্রকাশিত প্রার্থীতালিকা

লড়াইয়ে আছে অনীত থাপার নতুন দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও।

TMC and GJM will fight separately in Darjeeling Municipal Election | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 7, 2022 9:48 pm
  • Updated:February 7, 2022 9:52 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি:  দার্জিলিং (Darjeeling) পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার শিলিগুড়ির দলিয় দফতরে এই তালিকা ঘোষণা করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস। উপস্থিত ছিলেন গৌতম দেব ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী। এদিন ৩২টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পাহাড়ে ১০টি আসনেই তৃণমূল লড়বে বলে পরিষ্কার করে দেন মন্ত্রী অরুপ বিশ্বাস। তবে গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) সঙ্গে কোনও আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে কিছু জানাতে চাননি তিনি। অন্যদিকে এদিনই ১৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung)। আবার একইভাবে অনীত থাপাও বাকি ৭টি আসনে এদিন প্রার্থী ঘোষণা করে দেন।

দার্জিলিং পুরনির্বাচনে (Municipal Election 2022) তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার জোট করার পরিকল্পনা থাকলেও তা আপাতত হচ্ছেনা এদিন স্পষ্ট হয়ে গেলো। তার কারণ তৃণমূল কংগ্রেস যেই ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন তার মধ্যে দুটো ওয়ার্ডে মোর্চাও প্রার্থী দিয়েছে। তৃণমূল এদিন দার্জিলিং এর ২, ৫, ৮, ১৩, ১৪, ১৮, ২০, ২৫, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেয়। অপরদিকে গোর্খা জনমুক্তি মোর্চা ২, ৫, ৯, ১০, ১১, ১৭, ২১,২২,২৪,২৭,২৮,২৯ ও ৩০নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করে। অর্থাৎ  ৫ নম্বর ওয়ার্ডে দুই দল প্রার্থী দিয়ে বুঝিয়ে দিয়েছে আপাতত জোটের কোনও সম্ভবনা নেই। এ প্রসঙ্গে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমরা ১৪জন প্রার্থী ঠিক করে ফেলেছি। প্রথম দফায় এই তালিকা প্রকাশ করা হলো। পরবর্তীতে বাকি নাম ঘোষণা করে দেওয়া হবে।” তবে জোট প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে এখনই কিছু বলার মত সময় আসেনি। আরও আলোচনার দরকার রয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ওয়েইসির সুরক্ষা নিয়ে চিন্তিত কেন্দ্র, Z ক্যাটাগরির নিরাপত্তা দিতে চাইলেন অমিত শাহ]
     

অন্যদিকে, এদিন শিলিগুড়িতে প্রার্থী তালিকা ঘোষণা করে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “আমরা সবসময় পাহাড়ের উন্নয়নের পক্ষে। তবে আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব ও পাহাড়ের নেতৃত্ব মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা ১০টি আসনেই লড়াই করব। বাকি সব দল যে যেমনভাবে লড়াই করছে করুক। আমাদের লক্ষ্য এই ১০টি আসনে জয়লাভ করা।” তবে তিনিও জোট কিংবা আসন সমঝোতা প্রসঙ্গে কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, “আমরা আপাতত অন্য কিছু ভাবছিনা এই ১০ আসনে জয় নিয়ে ভাবছি। গতবার আমাদের জয়ী কাউন্সিলর চুং চুং ভুটিয়া এবছরও প্রার্থী হয়েছেন। আমরা আশাবাদী পাহাড়ের মানুষ আমাদের ফেরাবেনা।”

[আরও পড়ুন: শেষ ক’টা দিন কেমন কেটেছিল লতা মঙ্গেশকরের? স্মৃতিচারণায় হাসপাতালের চিকিৎসক]

এদিকে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও এদিন বাকি ৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এদিন দলের সভাপতি অনীত থাপা বলেন, “আমরা প্রথম দফায় ২৫জনের নাম ঘোষণা করেছিলাম। এবার বাকি ৭টি আসনেও প্রার্থী দিয়ে দিলাম। কারও সঙ্গে জোট নয়, আমরা একাই লড়তে চাই পাহাড়ে। তবে আমরা রাজ্য সরকারের সঙ্গেই রয়েছি। তাদের সঙ্গেই পাহাড়ের উন্নয়নে কাজ করব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement