Advertisement
Advertisement
Sandeshkhali

শাহজাহানের সন্দেশখালিতে খণ্ডযুদ্ধে বিজেপি-তৃণমূল, নৌকায় পালালো ‘বহিরাগতরা’

জখম হয়েছেন উভয় পক্ষের ২০ জন।

TMC and BJP workers clashed in Sandeshkhali
Published by: Paramita Paul
  • Posted:February 7, 2024 8:50 pm
  • Updated:February 8, 2024 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত সন্দেশখালি। এবার বিজেপি-তৃণমূলের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি এলাকায়। অভিযোগ, তৃণমূল কর্মীদের এলোপাথারি মারধর করা হয়। খণ্ডযুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে দুই যুবক নদীতে লাফ মারেন। শেষে ভাসমান লঞ্চে উঠে কোনওরকমে প্রাণে রক্ষা পায় তাঁরা। গোটা ঘটনায় জখম হয়েছেন উভয় পক্ষের ২০ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠলো বসিরহাটের সন্দেশখালি থানার ত্রিমোহিনী থেকে কাহারপাড়া, দাশপাড়া ও পাত্রপাড়ার মতো একাধিক গ্রাম। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সন্দেশখালির কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল বের করে। এরপর পালটা মিছিল শুরু করে বিজেপি। আর তখনই উভয়পক্ষের মধ‍্যে সংঘর্ষ বেঁধে যায়। একে অপরকে বাঁশ, লাঠি, ইট ও লোহারর রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। প্রাণ বাঁচাতে দুই যুবকনদীতে লাফ মারে। রায়মঙ্গল নদী সাঁতরে একটি ভাসমান লঞ্চে উঠে কোনওরকমে প্রাণে রক্ষা পায় তাঁরা। স্থানীয়দের দাবি, তাঁরা তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। যদিও এ বিষয়ে রাজ্যের শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের দাবি, দুই যুবকই বহিরাগত। 

Advertisement

[আরও পড়ুন: দার্জিলিংয়ের মহিলাকে লাগাতার ধর্ষণ, গরম ডাল ঢেলে সপ্তাহভর শারীরিক অত্যাচার ‘বন্ধু’র!]

জোড়াফুল শিবিরের অভিযোগ, বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের বিশাল বাহিনী মারধর করে তৃণমূল কর্মীদের এলাকা ছাড়া করে। সাংবাদিকরাও দু’পক্ষের সংঘর্ষ থেকে রেহাই পায়নি। ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গেলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ।

 

[আরও পড়ুন: খাস কলকাতায় নাবালিকাদের দিয়ে ম্যাসাজের টোপ দিয়ে মধুচক্র! পুলিশের জালে ২]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement