Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee-Sukanta Majumdar

আদিবাসী আবেগে চড়ছে রাজনীতির পাল্লা! মুখ্যমন্ত্রীর সভার দিনেই ঝাড়গ্রামে কর্মসূচি সুকান্তর

ওইদিন বিরসা মুন্ডার জন্মদিনে দুই আলাদা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা দু'জনের।

TMC and BJP banks on tribal vote, Mamata Banerjee and Sukanata Majumdar organizes back to back rallies in Jhargram | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 13, 2022 7:48 pm
  • Updated:November 13, 2022 7:50 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: আদিবাসী আবেগ নিয়ে ফের চড়ছে রাজনীতির পারদ। বিশেষত এ বিষয়ে গেরুয়া শিবিরের ‘অতিসক্রিয়তা’ রীতিমতো চোখে পড়ার মতো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) প্রতি তৃণমূল বিধায়কের অপমানজনক মন্তব্য ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর তাকে হাতিয়ার করে একাধিক প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আদিবাসীদের ফের কাছে টানার রণকৌশল স্থির করছে বঙ্গ বিজেপি।

সূত্রের খবর, আগামী ১৫ তারিখ ঝাড়গ্রামের (Jhargram) বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভার দিনই গোপীবল্লভপুরে এক অনুষ্ঠানে যাচ্ছেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে ওইদিন আদিবাসী সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন। এবং সেই উপলক্ষেই বেলপাহাড়ি ও গোপীবল্লভপুরে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সুকান্ত মজুমদার। যদিও সুকান্তর সভায় পুলিশের অনুমতি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ক্ষমতা বড় বালাই! ভোটের টিকিট না পেয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন আপ নেতা]

আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন। সেই উপলক্ষে প্রায় চার বছর পর ঝাড়গ্রামের বেলপাহাড়িতে যাবেন। সেখানে বিরসা মুন্ডার একটি পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধন হবে তাঁর হাত ধরে। এরপর সেখানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আর সেইদিনই ঝাড়গ্রামের আরেক দিক, গোপীবল্লভপুরে যাবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। গোপীবল্লভপুর ২নং ব্লকের বিরসা ডেরায় সভা করতে যাওয়ার কথা তাঁর। তারপর এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারতে পারেন। তাঁর সফরের আগে রবিবার দুপুরে বিরসা ডেরার মাঠ পরিদর্শন করেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো। এদিন জেলা সভাপতি তুফান মাহাতো দলের জেলা সহ-সভাপতি, সম্পাদক ও মণ্ডল সভাপতিকে নিয়ে পুরো মাঠ ঘুরে দেখেন। কোথায় মঞ্চ হবে, সামগ্রিক কী পরিকল্পনা, সে বিষয়ে আলোচনা করেন।

[আরও পড়ুন: ভেন্টিলেটর ভেঙে দোকান থেকে চুরি ৫ লক্ষ, টাকা হাতে পেয়ে চুমু দুষ্কৃতীর! চাঞ্চল্য CCTV ফুটেজে]

ওই একই দিনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা করার কথা ছিল বাঁকুড়ার রাইপুরে। সেই এলাকাও আদিবাসী অধ্যুষিত। সেই সভার অনুমতি পুলিশ দেয়নি বলে সূত্রের খবর। অর্থাৎ বিরসা মুন্ডার জন্মদিনকে সামনে রেখে রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতাকে ময়দানে নামাতে তৎপর গেরুয়া ব্রিগেড। অন্যদিকে, অখিল গিরির মন্তব্যের বিরোধিতায় আরও জোরাল প্রতিবাদে নামতে সোমবার বৈঠকে বসছে বিজেপির পরিষদীয় দল। দলনেতা মনোজ টিগ্গা জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের বৈঠকের ডাক দিয়েছেন। এসব থেকেই বোঝা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে অখিল গিরির কুকথাকে অস্ত্র করে আদিবাসী মহল্লায় জনসমর্থন পেতে চাইছে বিরোধী শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement