দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্বাধীনতা দিবসে (Independence Day) বিধায়ককেই পতাকা তুলতে বাধা দেওয়ার অভিযোগ ভাঙড়ে। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর দাবি ঘটনার নেপথ্যে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
আজ অর্থাৎ মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী। রেড রোডের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেশের সর্বত্র অর্থাৎ স্কুল, কলেজ, ক্লাব, বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে দিনটি। বিভিন্ন রাজনৈতিকদলের তরফেও আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের। ভাঙড়ের বিভিন্ন জায়গায় আইএসএফের তরফে পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ, ভাঙড় ১ নম্বর ব্লকে নওশাদকে পতাকা উত্তোলনে বাধা দেওয়া হয় শাসকদলের তরফে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পতাকা তুললেন বিধায়ক।
এরপরই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক নওশাদ। তিনি জানান, আগে এমনটা বহুবার হয়েছে। এবছরও একই ঘটনার পুনরাবৃ্ত্তি। তাঁর অভিযোগ, তৃণমূলের তরফে অশান্তি করা হয়েছে। আইএসএফ কর্মীদের মারধরও করা হয়েছে। নওশাদ জানিয়েছেন, পুলিশ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে তা না হলে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নওশাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.