Advertisement
Advertisement

কর্মক্ষেত্রে ‘মানসিক নির্যাতন’, আত্মঘাতী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্ভিস ম্যানেজার    

কাঠগড়ায় ব্যাংক ম্যানেজার৷

Titagrh: Bank employee found hanging
Published by: Sayani Sen
  • Posted:September 15, 2018 10:25 am
  • Updated:September 15, 2018 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকের ভিতর থেকেই উদ্ধার হল সার্ভিস ম্যানেজারের ঝুলন্ত দেহ৷ টিটাগড়ের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘটনা৷ অতিরিক্ত কাজের চাপেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যাংক কর্মী৷ তার জেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিক অনুমান পুলিশের৷

[অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী]

রানিগঞ্জে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করতেন রত্নদীপ নায়েক৷ মাস তিনেক আগে সেখান থেকে ওই ব্যাংকের টিটাগড় শাখা অফিসে সার্ভিস ম্যানেজার পদে বদলি হয়ে আসেন তিনি৷ শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেননি রত্নদীপ৷ চিন্তিত হয়ে পড়েন তাঁর স্ত্রী৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন রত্নদীপের পরিবারের লোকজন৷ মোবাইল বেজে গেলেও, কোনও সাড়া পাওয়া যায়নি৷ তাই বাধ্য হয়ে ব্যাংক ম্যানেজারকে ফোন করেন রত্নদীপের স্ত্রী৷ কিন্তু তিনি ফোন ধরেননি বলে অভিযোগ তাঁর৷ বাধ্য হয়ে ওই ব্যাংকের শাখা অফিসের সামনে উপস্থিত হন রত্নদীপের স্ত্রী৷ ব্যাংকের নিরাপত্তারক্ষীর সাহায্যে দরজা খুলে ভিতরে ঢোকেন তিনি৷ ব্যাংক কর্মীর স্ত্রী দেখেন, ভিতরেই ঝুলছে রত্নদীপের দেহ৷ তাঁর স্ত্রী খবর দেন টিটাগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাংক কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷

Advertisement

[ন’মাস পর নিখোঁজ ছেলেকে ঘরে ফেরাল ফেসবুক]

মৃতের স্ত্রীর অভিযোগ, অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হত তাঁর উপর৷ কোনওদিনই কাজ শেষ করে রাত দশটার আগে অফিস থেকে ফিরতে পারতেন না রত্নদীপ৷ ব্যাংক ম্যানেজার নানাভাবে রত্নদীপকে মানসিক নির্যাতন করত বলেও অভিযোগ তাঁর স্ত্রীর৷ তাঁর আরও অভিযোগ, কেউ লোন নেওয়ার পর তা শোধ করতে না পারলেও, সার্ভিস ম্যানেজার পদে বহাল থাকার দরুণ রত্নদীপের উপর দায় চাপানোর চেষ্টা করতেন ওই ব্যাংকের ম্যানেজার৷ কর্মক্ষেত্রে নানাভাবে তাঁকে অপমান করা হত বলেও অভিযোগ৷ তার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন রত্নদীপ৷ মানসিক অবসাদে রত্নদীপ আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷ তবে যুবকের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী ওই ব্যাংক ম্যানেজারের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই হয় তো আত্মঘাতী হয়েছেন৷ ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement