রাজ কুমার, আলিপুরদুয়ার: চলন্ত অবস্থায় যাত্রীবগি ফেলে ছুটল ইঞ্জিন৷ প্রায় আধ কিলোমিটার ছোটার পর অবশেষে হুঁশ ফেরে চালকের৷ বৃহস্পতিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট ও মুজনাই স্টেশনের মধ্যবর্তী রাঙালিবাজারের কাছে৷ এদিনের এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেসে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পরে প্রায় পৌনে একঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে বগিগুলি জুড়ে গন্তব্যে রওয়না হয় এক্সপ্রেস৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট ও মুজনাই স্টেশনের মধ্যবর্তী রাঙালিবাজার এলাকার কাছে হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যাত্রীদের কামরা বিচ্ছিন্ন হয়ে যায়৷ যাত্রী বগি ফেলে ছোটে ইঞ্জিন৷ প্রায় আধ কিমি দূরে চলে যায় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন৷ পরে, হুঁশ ফেরে চালকের৷ বগি ফেলে ইঞ্জিন ছোটার ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যাত্রীরা ভয়ে চেঁচামেচি করতে থাকেন৷ যাত্রীদের চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা৷ চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা শুরু করেন স্থানীয়রা৷ পরে, ভুল বুঝতে পেরে ইঞ্জিন ফিরিয়ে আনেন চালক৷ খবর দেওয়া হয় স্থানীয় রেল পুলিশকে৷ বিপত্তির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান রেল আধিকারিক ও পুলিশকর্মীরা৷ শুরু হয় ইঞ্জিনের সঙ্গে কামরা সংযোগ করার কাজ৷ কিন্তু, সেখানেও দেখা দেয় বিপত্তি৷ পরে, আলিপুরদুয়ারে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছে সমস্যা সমাধান করেন৷ প্রায় পৌনে এক ঘণ্টা পর গন্তব্যে রওয়না হয় বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেস৷
[রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা! ধুন্ধুমার উলুবেড়িয়ায়]
এদিনের ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাপলিংয়ের সমস্যা দেখা দেওয়ায় ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ মূলত, ইঞ্জিনের সঙ্গে ট্রেনের কামরা ধরে রাখার কাজ করে কাপলিং৷ সেটি খুলে যাওয়াতে ঘটে বিপত্তি৷ কীভাবে ঘটল দুর্ঘটনা? চালকের ভূমিকাই বা কী ছিল? তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল৷ তৈরি হয়েছে কমিটি৷ আগামী দু-এক দিনের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্তারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.