Advertisement
Advertisement

Breaking News

টিকটক

টিকটকখ্যাত গৃহবধূ আদৌ নিখোঁজ? স্থানীয়দের মনে দানা বাঁধছে সন্দেহ

এর আগেও একইভাবে নিখোঁজ হয়েছেন তিনি।

Tiktoker housewife went missing, locals said the incident is got up
Published by: Sulaya Singha
  • Posted:January 15, 2020 9:28 pm
  • Updated:January 15, 2020 9:28 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: দিল্লিতে ব়্যাম্প শোয়ে অংশ নিতে গিয়ে নিখোঁজ তরুণী গৃহবধূকে নিয়ে ক্রমাগত রহস্য ঘনীভূত হচ্ছে। জানা গিয়েছে, ভিগো ভিডিওতে ওই গৃহবধূ জ্যাসমিন নামে পরিচিত। এমনকী অনেকের মতে, নিখোঁজ হননি তিনি। পরিকল্পনামাফিক নিজের ইচ্ছাতেই শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

টিকটক ভিডিও করে দিন দিন বাড়ছিল তাঁর ফলোয়ারের সংখ্যা। বাড়ছিল পরিচিতিও। সেই পরিচিতির জন্যই ব়্যাম্প শোয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর চুঁচুড়ার ভগবতীডাঙার বাসিন্দা ওই গৃহবধূ দিল্লিতে সেই শোয়ে অংশ নিতেই রওনা দিয়েছিলেন। এরপরই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহুবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে গৃহবধূর স্বামী চুঁচুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু স্থানীয়রা জানান, এর আগেও ওই গৃহবধূ স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। তাই তাঁর এই নিখোঁজ হওয়ার ঘটনা কতটা সত্যি, তা নিয়ে স্থানীয়দের মনেও সন্দেহ রয়েছে। বিশেষ সূত্রে খবর, জ্যাসমিন নামে ওই তরুণী নিয়মিত ফোনে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তা সত্ত্বেও কেন তাঁর স্বামী নিখোঁজ ডায়েরি করলেন এ নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ অবশ্য জানিয়েছে, যেহেতু নিখোঁজ ডায়েরি হয়েছে তাই পুরো বিষয়টি এখন তদন্তের পর্যায়ে রয়েছে। যতক্ষণ না ওই মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায় না তারা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার নাগরিকত্ব কি তোর বাবা দিয়েছিল?’ মোদি-শাহকে বেনজির আক্রমণ অধীরের ]

তবে এলাকার মানুষের বক্তব্য, বছর দেড়েক আগে পুজোর সময় ওই গৃহবধূ একবার নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর ভদ্রেশ্বরের একটি পরিবার থেকে তাঁকে উদ্ধার করা হয়। জানা যায়, মহিলা স্বেচ্ছায় শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা অজয় মোহান্তি জানান, দেড় বছর আগেও ওই গৃহবধূ পালিয়ে গিয়েছিলেন। খোঁজ পাওয়ার পর বাড়িতে ফিরে আসতে অস্বীকারও করেছিলেন। অজয়বাবুর দাবি, এবারও নিখোঁজ হননি গৃহবধূ। নিজের ইচ্ছাতেই চলে গিয়েছেন। পুরো ঘটনাটাই সাজানো বলেও দাবি করছেন স্থানীয়দের অনেকে।

[আরও পড়ুন: ‘রাজ্যপাল পাগল, সব পাগল পাগলাগারদে থাকে না’, ধনকড়কে তোপ অধীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement