Advertisement
Advertisement

Breaking News

বনদপ্তরের তৎপরতায় মালবাজার থেকে উদ্ধার বহুমূল্য বাঘের দাঁত

গ্রেপ্তার তিন পাচারকারী৷

Tiger teeth seized in Malbazar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 4:22 pm
  • Updated:July 11, 2018 4:22 pm  

অরূপ বসাক, মালবাজার: গোপন সূত্রে খবর পেয়ে, মালবাজার থেকে ব়য়্যাল বেঙ্গল টাইগারের দাঁত চোরা চালান হওয়া থেকে আটকালেন বনদপ্তরের আধিকারিকরা৷ উদ্ধার করা হয়েছে দুটি বাঘের দাঁত৷ যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা৷ গ্রেপ্তার হয়েছে এক মহিলা-সহ দুজন ব্যক্তি৷ পুলিশের অনুমান, দাঁত দুটি নেপালে পাচার করার চেষ্টা করছিল ধৃতেরা৷ একই কায়দায় ডুয়ার্সের চা-বাগান থেকে উদ্ধার করা হল দুটি চিতাবাঘের চামড়া৷

[ভাগীরথীর নির্জন চর থেকে উদ্ধার কঙ্কাল ও মাথার খুলি, চাঞ্চল্য নবদ্বীপে]

Advertisement

প্রথম ঘটনাটি ঘটেছে, মালবাজার মহকুমার নাগরাকাটা চালসা রোডে৷ বেলাকোবা রেঞ্জের স্পেশ্যাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, মঙ্গলবারই তাঁদের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে, ওই এলাকা দিয়ে বাঘের দাঁত নেপালে পাচার করা হবে৷ সেই মতো নাগরাকাটা চালসা রোডে অভিযানে নামেন তাঁরা৷ তল্লাশি চালাতে থাকেন সেই রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি গাড়িতে৷ রাতের দিকে হঠাৎই একটি গাড়িতে সওয়ার হওয়া এক মহিলা ও দুই পুরুষকে দেখে তাঁদের সন্দেহ হয়৷ ভালো করে ওই গাড়িতে তল্লাশি চালাতেই প্রকাশ্যে আসে বাঘের দুটি দাঁত৷ আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা৷ রয়্যাল বেঙ্গলের বাকি দেহাংশ কোথায় রয়েছে তারই খোঁজ চালাচ্ছে বনদপ্তর৷

[বিজেপির প্ল্যান বরদাস্ত নয়, জন্মাষ্টমী নিয়ে আগাম সতর্কতা মুখ্যমন্ত্রীর]

পুলিশের সূত্রে খবর, ধৃতদের জেরা করে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করা হচ্ছে৷ এই চক্রের সঙ্গে আদৌ কোনও আন্তর্জাতিক পাচারচক্রের যোগ রয়েছে কিনা বা কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে৷ তাঁদের অনুমান, ওই পথ দিয়ে নেপালে পাচার করার জন্যই দাঁতগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ একই দিনে, ডুয়ার্সের সিংহানিয়া চা-বাগানে অভিযান চালিয়ে চিতাবাঘের দুটি চামড়া উদ্ধার করল বনদপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় ইতিমধ্যে, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিতাবাঘটিকে দিন পনেরো আগে মারা হয়েছে। এই চামড়াটি ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হত বলে জানিয়েছে পাচারকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement