Advertisement
Advertisement
বৃষ্টি

কয়েকঘণ্টার মধ্যেই কলকাতায় ঝড়ের পূর্বাভাস, আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

এবছর অক্টোবরের শেষপর্যন্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Thunderstorm with lightning likely to affect some parts of South Bengal
Published by: Bishakha Pal
  • Posted:June 28, 2019 10:22 am
  • Updated:June 28, 2019 2:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেরিতে হলেও দক্ষিণবঙ্গে শেষপর্যন্ত ঢুকতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আর দু-তিন ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামের একাধিক জায়গায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এও জানা গিয়েছে, আগামিকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। ৩০ জুন থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। পাশাপাশি আগামিকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলেও খবর।

শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় সকালে বৃষ্টির স্বাদ পেয়েছে মানুষ। তবে দক্ষিণবঙ্গের যে এলাকাগুলিতে শুক্রবার বৃষ্টি হবে না, সেখান আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার, সর্বোপরি রবিবার থেকে গোটা দক্ষিণবঙ্গই বর্ষার বৃষ্টিতে ভিজবে। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষের দিকে বাংলাদেশ লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ জোরাল হবে। তারই প্রভাবে ৩০ জুন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ১ ও ২ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

[ আরও পড়ুন: প্রেমের করুণ পরিণতি, মর্গে প্রেমিক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তরুণী ]

প্রসঙ্গত, এবছর বঙ্গে বেশ দেরিতেই ঢুকেছে মৌসুমী বায়ু। অবশ্য দেশের মূল ভূখণ্ডেও বর্ষা আসতে দেরি হয়েছে। মৌসুমী বায়ুর দুর্বলতার কারণেই এই গন্ডগোল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে আবার দোষ দিয়েছে ঘূর্ণিঝড় ‘বায়ু’-কে। গুজরাট উপকূলের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। নিজের শক্তি বৃদ্ধি করতে সমস্ত জলীয় বাস্প নিজের দিকে টেনে নিয়েছে সে। ফলে মৌসুমী বায়ু সক্রিয় হতে বেশ খানিকটা সময় লগে গিয়েছে। তবে ২০ জুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। ফলে আশা করা হয়েছিল, তার হাত ধরেই বঙ্গে ঢুকে পড়বে বর্ষা। কিন্তু সেই নিম্নচাপ তেমন জমাট বাঁধতে পারেনি। ফলে একটা সপ্তাহ আরও অপেক্ষা করতে হল দক্ষিণবঙ্গের মানুষকে। তবে ১ জুলাই থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবছর গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি ৫৩ শতাংশ। আশা করা হচ্ছে, পরের সপ্তাহ থেকে যে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে, তার ফলে ঘাটতি মিটে যাবে। এবছর অক্টোবরের শেষপর্যন্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

[ আরও পড়ুন: কাটা পড়বে প্রিয় কদমগাছ! বৃক্ষতলে কান্নায় ভেঙে পড়ল কচিকাঁচারা ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement