Advertisement
Advertisement

বাড়ছে তাপমাত্রা, বিকেলে কি কালবৈশাখীর দেখা মিলবে?

কী বলছেন আবহাওয়াবিদরা?

Thunderstorm likely to hit Kolkata: MeT
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2018 1:51 pm
  • Updated:May 9, 2018 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাইরের অবস্থায় তা যেন প্রায় পঞ্চাশ ডিগ্রির মতো মনে হচ্ছে। রাস্তায় বের হলেই যেন আগুনের ছেঁকা লাগছে গায়ে। নাজেহাল শহরবাসীর মনে একটাই প্রশ্ন, বৃষ্টির দেখা কবে মিলবে? বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে সে সম্ভাবনা আপাতত কম। আর উত্তরবঙ্গে বেশি। এমনটাই মঙ্গলবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গত কয়েকদিন ধরেই শহর ও শহরতলি এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে তাপমাত্রার থেকেও বেশি বেড়েছে গরমের অস্বস্তি। কারণ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বেলা বাড়তেই রোদ চড়া হচ্ছে। সাধারণ মানুষের বাইরে বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিকেলের দিকেও গরমভাব থেকে যাচ্ছে। একটা গুমোট পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন অবস্থায় বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আংশিক মেঘ দেখতে পাওয়া যাচ্ছে।

Advertisement

[ইছাপুর থেকে পাচার বিহারে, অস্ত্রের খোঁজে পড়শি রাজ্যে পাড়ি দিচ্ছে এসটিএফ]

এই মেঘ দেখেই বৃষ্টির আশায় বুক বাঁধছেন হাওয়া অফিসের কর্তারা। বিকেলের দিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিয়েছে। একটু বৃষ্টিও হতে পারে। এতে সাময়িকভাবে স্বস্তি হয়তো রাজ্যবাসী পেতে পারেন তবে আগামী দুই দিনে গরমের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিনে রাজ্যের কয়েক জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। এর প্রভাবে জায়গায় জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে। মঙ্গলবার বনগাঁ এলাকায় মাত্র আধঘণ্টার ঝড়ে তিনজন জখম হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিকেলের ক্ষণিকের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে পূর্ব বর্ধমান জেলার কিছু জায়গাও। ঘটনায় এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক।

[লালবাজারে অগ্নিকাণ্ড, আগুন লাগল মার্টিন বার্ন বিল্ডিংয়ের চারতলায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement