Advertisement
Advertisement

Breaking News

জেলায় জেলায় ঝড়-বৃষ্টির দাপটে মৃত ৬, ভিজতে পারে শহরও

ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া।

Thunderstorm kills 3 in West Bengal districts, Kolkata to witness rain
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 10, 2018 10:47 am
  • Updated:May 10, 2018 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে প্রবল গরম থেকে মুক্তি দিয়ে রাজ্যে শুরু হল ঝড় ও বৃষ্টি। অন্যদিকে এই ঝড়ের ফলেই সমস্যার সম্মুখীন হল রাজ্যবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের পশ্চিমাংশে শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। ঝড়ের ফলে একাধিক জায়গায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

গত কয়েকদিন দিন ধরে আবহাওয়া ছিল বেশ গুমোট। উষ্ণতার পারদ চড়ছিল। তখন থেকেই দু’পশলা বৃষ্টির আশায় চাতকের দশা হয়েছিল। অবশেষে প্রতীক্ষার অবসান হল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূ্র্ণাবর্তের জোড়া ফলেই রাজ্যে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

[ নাম বিভ্রাট এড়াতে ব্যালটেও থাকছে প্রার্থীর ডাকনাম ]

ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের দাপট চলছে বীরভূম-সহ রাজ্যের অন্য কয়েকটি জেলায়। রাজ্যের নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম ও পূর্ব বর্ধমান-সহ আরও বেশ কিছু জেলায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই জেলাগুলিতে চলছে ঝড়। ঝড়ের ফলে তার ছিঁড়ে গিয়েছে একাধিক জায়গায়। ফলে আটকে পড়েছে ট্রেন। বীরভূমের আটকে পড়েছে সিউড়ি-অন্ডাল এক্সপ্রেস ও ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। গাছ পড়ে বীরভূমের একাধিক জায়গায় সড়ক পথও বিপন্ন হয়েছে।

[ দশ মিনিটের ঝড়ে বিপর্যস্ত কালনা, ধ্বংস গ্রামের ৮০টি বাড়ি ]

বীরভূম জেলার মল্লারপুরে দুর্যোগের ফলে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝড়ের ফলে মল্লারপুর থানার খরাসীনপুর গ্রামে বাজ পড়ে। তার ফলে মৃত্যু হয় মা ও ছেলের। মৃতদের নাম মানোয়ারা বিবি ও নিয়াজ আলি। বাজ পড়ে বাড়িতে আগুন ধরে যায়। তখনই দুজনের মৃত্যু হয়।

ঝড়ের প্রভাবে মূর্শিদাবাদ থেকেও মিলেছে মৃত্যুর খবর। জেলায় দুই ব্যক্তি বাজ পড়ে মারা গিয়েছেন। জেলার অনেক জায়গায় গাছ পড়ে যোগাযোগে সমস্যা দেখা দিয়েছে। গাছ পড়ে মূর্শিদাবাদে মৃত্যু হয়েছে আরও দু’জনের। এছাড়া রাজ্যের উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়াতেও প্রবল ঝড় ও বৃষ্টি হচ্ছে বলে খবর। নদিয়ায় শুরু হয়েছে শিলাবৃষ্টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement