Advertisement
Advertisement

Breaking News

কালবৈশাখীর দাপট রাজ্যজুড়ে, বেলা বাড়তেই মিলছে একের পর এক মৃত্যুর খবর

কেশপুরে মাঠে কাজ করার সময়ে বাজ পড়ে মারা গেলেন এক প্রৌঢ়।

Thunderstorm kills 2 in Bengal
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 25, 2019 12:56 pm
  • Updated:February 25, 2019 12:56 pm  

সম্যক খান ও দেবব্রত মণ্ডল: ভোররাতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রবল দাপট। রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের বলি ২। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বাজ পড়ে এক প্রৌঢ় ও এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেশপুরে গুরুতর জখম মৃতের স্ত্রীও।

[ গুলি-ধারালো অস্ত্রের কোপে ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা, কাঠগড়ায় বিজেপি]

Advertisement

দক্ষিণবঙ্গের অন্যন্য জেলার মতোই সোমবার ভোর থেকে ঝড়-বৃষ্টি শুরু হয় পশ্চিম মেদিনীপুরেও। দুর্যোগ চলে সকাল পর্যন্ত। কেশপুরের আমুড়িয়া গ্রামের বছর পঞ্চান্নর প্রৌঢ় হাবিবুর রহমান রোজকার মতোই সোমবার সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন। তখনই আচমকা চাষের জমিতে বাজ পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মাঠে পৌঁছান হবিবুরের স্ত্রীও। স্বামীকে বাঁচাতে গিয়ে ব্রজপাতের কবলে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি হবিবুরের স্ত্রী। প্রৌঢ়ার মৃত্যুর ঘটনায় শোক পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আমুড়িয়া গ্রামে।

 অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বাজ পড়ে প্রাণ গেল এক কিশোরীর। বারুইপুরের দক্ষিণ কুড়ালি গ্রামে বাড়ি মল্লিকা নস্করের।এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। টিনে চালার বাড়িতে থাকত মল্লিকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোরে যখন বাড়িতে কাজ করছিল ওই কিশোরী, তখন টিনে চালায় বাজ পড়ে। গুরুতর জখম অবস্থায় মল্লিকাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। কিন্তু মল্লিকাকে আর কলকাতা পর্যন্ত আনা যায়নি। পথেই মারা যায় সে। এদিকে পুরুলিয়াতেও প্রবল ঝড়-বৃষ্টিতে অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই মৃত্যুর খবর আসতে থাকায়, আরও সজাগ প্রশাসন। আবহাওয়া সম্পর্কে ঘন ঘন খবর পাঠিয়ে সতর্ক করা হচ্ছে জেলা প্রশাসনকে এবং রাজ্যবাসীকে। আগামী দু দিন সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ছবি: বিশ্বজিৎ নস্কর

[পুরুলিয়ায় ‘রামভক্ত’দের পালটা তৃণমূলের ‘সংকটমোচন হনুমান দল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement