রিঙ্কি দাস ভট্টাচার্য: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর জারি হওয়া ঘূর্ণাবর্তে প্রভাবে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি৷ সঙ্গে শিলাবৃষ্টির জেরে জেরবার দক্ষিণবঙ্গ৷ সোমবার ভোররাত থেকে দফায় দফায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি জেলা থেকে বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে৷ দক্ষিণের পাশাপাশি, উত্তরের জেলাগুলিতে চলছে বৃষ্টি৷ মালদহ, কোচবিহারে লাগাতার বৃষ্টিপাতের খবর জানিয়েছে হাওয়া অফিস৷ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতাতেও৷ দমদমে ঘণ্টায় ৬২ কিমি বেগে কালবৈশাখী হয়েছে বলেও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে৷
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর জারি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ সকালে বজ্রবৃষ্টি-সহ ৬০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে দক্ষিণের জেলাগুলিতে৷ সঙ্গে শিলাবৃষ্টি, ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ ধান ও আমের ফলনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা৷ ভোর থেকে চলতে থাকা বৃষ্টির জমা জলে বিপর্যস্ত জনজীবন৷ ঝড়ের প্রভাবে গাছ পড়ে ব্যাহত যান চলাচল৷ তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি একটু উন্নতি হওয়ার ছন্দে ফেরে জনজীবন৷
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত রাজ্যের দিকে এগিয়ে এসেছে৷ এর জেরে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির চলছে৷ ঘূর্ণাবর্তর প্রভাবে আকাশে বজ্রমেঘের সঞ্চার হচ্ছে৷ তা থেকে হচ্ছে ঝড়-বৃষ্টি৷ গত শনিবারও দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে সকাল থেকে দফায় দফায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়৷
এর আগেই দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ জেলায় বজ্রমেঘ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ‘এই সময়ের বিশেষত্ব হল, বজ্রমেঘের পুঞ্জ বিভিন্ন এলাকায় জমা হয়ে ঝড়-বৃষ্টি হয়। অনুকূল পরিস্থিতি থাকলেও কোনও কোনও দিন বড় এলাকা জুড়ে ঝড়-বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে। সব কিছুই নির্ভর করছে মেঘের গতিবিধির উপর। মেঘের বিস্তারের উপর নির্ভর করে ঝড়-বৃষ্টির মাত্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.