Advertisement
Advertisement

Breaking News

বৃদ্ধা

ছেলে-বউমার অত্যাচারে ঘরছাড়া, বেলাশেষে রাস্তায় ঠাঁই বৃদ্ধার

বৃদ্ধার ছেলে-বউমার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ প্রতিবেশীরা৷

Thrown out by son, elderly woman forced to live on street
Published by: Sayani Sen
  • Posted:July 31, 2019 3:55 pm
  • Updated:July 31, 2019 3:55 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: ছেলে-বউমা বাড়িতে রাখতে চায় না৷ কাগজে-কলমে মালিকানা থাকা সত্ত্বেও শরীরের ভারে ন্যুব্জ বৃদ্ধার নেই মাথাগোঁজার ঠাঁই৷ বর্তমানে গাছের তলা কিংবা বাসস্ট্যান্ডের ছাউনিই নতুন ঠিকানা তাঁর৷ প্রতিবেশীদের দয়ায় সামান্য খাবারেই আধপেটা থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন ওই বৃদ্ধা৷ ছেলে-বউমার অত্যাচারের বিরোধিতায় সরব প্রতিবেশীরা৷ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷

[আরও পড়ুন: জোর করে টাকা আদায়ের অভিযোগ, অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য ব্যাহত পেট্রাপোল সীমান্তে]

অনিমা বাছাড় নামে ওই বৃদ্ধা বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর এলাকার বাসিন্দা। নিজের জমি-বাড়ি সবই আছে। স্বামীর মৃত্যুর পর বছর আশির ওই বৃদ্ধার ভরসা তাঁর ছেলে অনাথ ও বউমা অনিমা৷ স্থানীয়দের দাবি, বহুদিন আগে জমি নিয়ে শরিকদের সঙ্গে লড়াই করেছিলেন বৃদ্ধা৷ দখলে রেখেছিলেন নিজের বাড়ি। এখন বয়সের ভারে ন্যুব্জ বৃদ্ধাই বাড়িতে ব্রাত্য৷ অভিযোগ, বাড়িতে ঢুকতে গেলেই বউমা মারধর করে তাঁকে৷ তাই ভিক্ষা করে দিন কাটে রাস্তায়, রাত কাটে হরিশপুর বাসস্ট্যান্ডে অথবা দোকানের চাতালে। শীর্ণকায় ওই বৃদ্ধাকে খেতে দেন পাড়া-প্রতিবেশীরাই। কখনও স্থানীয়দের দেওয়া পাউরুটি-রসগোল্লা, আবার কখনও ভাত-ডালেই পেট ভরে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ফোন ধরতেই ভেসে আসছে গুলির শব্দ, আতঙ্কে পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা]

বৃদ্ধার বউমা বলেন, ‘‘ভিক্ষা করাই অভ্যাস আমার শাশুড়ির৷ তাই বাড়িতে নিয়ে আসলেও তিনি ফের ভিক্ষার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান।’’ বাড়িতে মাত্র দু’টি ঘর। কোথায় থাকতে দেওয়া হয় বৃদ্ধাকে? জানতে চাইলে বাড়ির পিছনে চট দিয়ে ঘেরা গরু-ছাগল থাকার অযোগ্য জায়গা দেখিয়ে পুত্রবধূ বলেন, ‘‘ওখানে শাশুড়ি থাকতেন।’’ এসব দেখে ক্ষুব্ধ বৃদ্ধার প্রতিবেশীরা৷ তাঁরা বলেন, ‘‘বয়সের ভারে বৃদ্ধা কিছুটা অসংলগ্ন কথা বলেন। ভিক্ষা করেন। এর ওর কাছে চেয়ে খান। মারধর করায় বাড়িতে থাকতে চান না তিনি৷ কিন্তু এখন তো অসুস্থ হয়ে পড়েছেন। ছেলে-বউমার উচিত বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। তা না করে অন্যায় করছেন।’’ বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতিবেশীরা৷   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement