Advertisement
Advertisement
Jaldapara

কাঠ কুড়োতে গিয়ে অঘটন, জলদাপাড়ায় হাতির হামলায় প্রাণ গেল ৩ মহিলার

হাতির হামলায় জখম আরও এক মহিলা।

Three woman dies of elephant attack in Jaldapara

ছবি- সংগৃহীত

Published by: Sayani Sen
  • Posted:December 12, 2024 6:46 pm
  • Updated:December 12, 2024 6:56 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: পেটের দায়ে কাঠ কুড়োতে গিয়ে বিপত্তি। হাতির হামলায় প্রাণ গেল তিন মহিলার। জখম আরও একজন। বৃহস্পতিবার বিকেলে এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জ এলাকা।

নিহতেরা হলেন রেখা বর্মন, চাঁদমণি ওঁরাও এবং সুখমণি লোহার। নিহতেরা প্রত্যেকেই দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা। মোট চার মহিলা বৃহস্পতিবার দল বেঁধে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জে কাঠ কুড়োতে যান। আচমকা হাতির হামলার শিকার হন তাঁরা। কিছু বুঝে ওঠার আগে হাতি ছিন্নভিন্ন করে দেয় তাঁদের শরীর। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। এক মহিলা কোনওক্রমে প্রাণে বাঁচেন। আহত নিমা চাড়োয়া-ও দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা। প্রাণে বাঁচলেও আঘাত গুরুতর। শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন তিনি। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। এই ঘটনার পর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Advertisement

এদিকে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া এলাকায় নতুন বিপদ। উত্তর ঢালকর গ্রামে বুনো শুয়োরের হামলায় আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয়রা। বুনো শুয়োর ঘরে ঢুকে হামলা চালাচ্ছে বলেই দাবি এলাকায়। বুনো শুয়োরের হামলায় জখম অন্তত পাঁচজন। শুয়োরের কামড়ে জখম হয়েছে দুটি গরুও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা। ঐরাবত গাড়ি নিয়ে শুয়োর ধরতে ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা। তবে এখনও বুনো শুয়োরকে কাবু করা সম্ভব হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement