Advertisement
Advertisement

Breaking News

BJP

ভাঙন অব্যাহত, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল ছাড়লেন পানিহাটির তিন বিদায়ী কাউন্সিলর

আজই বিজেপিতে যোগ দিতে পারেন এই তিন বিদায়ী কাউন্সিলর।

Three TMC Councillor will be join BJP today | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 10, 2021 12:34 pm
  • Updated:March 10, 2021 4:40 pm  

অর্ণব দাস, বারাকপুর: ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে তৃণমূলে ভাঙন অব্যাহত। বিধায়কের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে এবার দল ছাড়লেন পানিহাটি পুরসভার তিন বিদায়ী কাউন্সিলর।যদিও এই দলত্যাগ তৃণমূলে কোনও প্রভাব ফেলবে না বলেই দাবি স্থানীয় নেতাদের।

জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ৩ বিদায়ী কাউন্সিলর কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী ও পার্থ ঘোষ তৃণমূল ছেড়েছেন। কারণ হিসেবে পানিহাটির বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের দিকেই আঙুল তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, বিধায়ক পরিবারতন্ত্র চালাচ্ছেন। নির্মলবাবুর পরিবার-পরিজনরাই সব কিছুতে অগ্রাধিকার পেয়ে চলেছেন বহুদিন ধরে। এদিকে কাউন্সিলর হওয়া সত্ত্বেও কোনও সরকারি বা দলীয় অনুষ্ঠানে ডাক পেতেন না কৌশিক, বিউটি ও পার্থরা। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁরা। জানা যাচ্ছে, আজ অর্থাৎ বুধবারই হেস্টিংসের অফিসে বিজেপিতে যোগ দেবেন এই তিন বিদায়ী কাউন্সিলর। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্মল ঘোষ। বিজেপি যোগের সম্ভাবনা প্রবল দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য প্রবীর পাল-সহ ৬ জনের। গতকালই পুরসভার গাড়ি ফিরিয়ে দিয়েছেন প্রবীরবাবু। 

Advertisement

[আরও পড়ুন: বিয়ের দিন কনেকে ফেলে প্রেমিকার সঙ্গে চম্পট যুবকের, নাটকীয় পরিণতি পাত্রীর]

শেষ কয়েকমাস ধরে ভাঙন চলছে তৃণমূলে (TMC)। শুভেন্দু অধিকারীর পথে হেঁটে একের পর এক বহু নেতা দল ছেড়েছেন। তাঁদের অনেকের দাবি, দলে তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কেউ জানিয়েছেন, দলে কাজের পরিবেশই নেই। ফলে মানুষের পাশে থাকতে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। ভোটের মুখে এমনকী বিধানসভা নির্বাচনের প্রার্থী তৃণমূল ঘোষণার পরও অব্যাহত দলত্যাগের হিড়িক। টিকিট না পাওয়ায় ইতিমধ্যেই জটু লাহিড়ি, সোনালী গুহর মতো ‘দিদি’র বিশ্বস্ত সৈনিকরা বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগীদের তালিকায় রয়েছেন আরও বহু নেতা।

[আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু সিবিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement