Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

Murshidabad: রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কা, মুর্শিদাবাদে মৃত্যু ৩ নাবালকের

জখম হয়েছে আরও ২জন।

Three teen killed while making a reel in Murshidabad । Sangbad Pratidin

আহিরণ সেতুতে দাঁড়িয়ে রিলস তৈরির সময় ৩ প্রাণহানি। নিজস্ব চিত্র।

Published by: Sayani Sen
  • Posted:December 20, 2023 6:00 pm
  • Updated:December 20, 2023 6:17 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন নাবালকের। মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের উপর আহিরণ সেতুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম আরও দুই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল আমাউল শেখ (১৪), রিয়াজ শেখ (১৬) ও সামিউল শেখ (১৭)। মৃতদের বাড়ি সুতি থানার ইংলিশ সাহাপাড়া। বুধবার বিকাল সাড়ে তিনটা নাগাদ আহিরণ সেতুর উপর দাঁড়িয়ে কয়েকজন ‘রিল’ তৈরি করছিল। সেই সময়ে জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী একটি ট্রেন চলে আসে। ট্রেনটি দ্রুত গতিতে সেতুর উপর চলে আসায় রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা নাবালকেরা সরে যাওয়ার সময় পায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমাউল শেখ, রিয়াজ শেখ ও সামিউল শেখের। গুরুতর জখম হন রোহিত শেখ ও আকাশ শেখ নামে আরও দুই কিশোর। আহত ও মৃত কিশোরেরা প্রত্যেকেই একে অপরের বন্ধু। তাঁরা অরঙ্গাবাদের একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের ছাত্র।

Advertisement

[আরও পড়ুুন: ‘উনি তো ভগবান, উদ্ধার করুন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা]

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, “ঘটনাটি রেল পুলিশের এলাকাতে হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে ও দুজন আহত হয়েছেন।” স্থানীয়দের দাবি, রেল কর্তৃপক্ষ সম্প্রতি সেতু সংস্কার করে। তার পর থেকে নিয়মিত কয়েকজন যুবক-যুবতী আহিরণ রেল সেতুর উপর দাঁড়িয়ে ‘রিল’ তৈরি করছে। রেলের তরফে এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেওয়ায় অঘটন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। অভিভাবকদেরও এবিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ, রিল আর রিয়্যাল লাইফ এক নয়।” রেল পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

[আরও পড়ুন: লিভ ইন পার্টনারকে খুনের চেষ্টার পর স্ত্রীর কাছে আত্মগোপন! ভয়ংকর পরিণতি যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement