Advertisement
Advertisement
Three people kills in a road accident in Howrah's Ranihati

গাড়ি পরীক্ষা করার সময় দুর্ঘটনা, হাওড়ার রানিহাটিতে প্রাণ গেল ৩ জনের

দুর্ঘটনায় প্রাণহানি মোটর ভেহিক্যাল অফিসার, সিভিক ভলান্টিয়ার এবং লরিচালকের।

Three people kills in a road accident in Howrah's Ranihati । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 22, 2022 8:55 am
  • Updated:September 22, 2022 8:55 am  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: গাড়ি পরীক্ষা করার সময় ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গেল মোটর ভেহিক্যাল অফিসার, সিভিক ভলান্টিয়ার এবং লরিচালকের। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ের কাছে।

বুধবার  গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে রানীহাটি মোড়ের কাছে কলকাতামুখী লেনে গাড়ি থামিয়ে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে তল্লাশি চালাচ্ছিলেন মোটর ভেহিক্যাল আধিকারিকরা। জানা গিয়েছে, একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় পিছন দিক থেকে আরও একটি লরি আসছিল। সেই সময়  পিছন দিক থেকে আসা একটি লরিকে দাঁড় করাতে গিয়েছিলেন একজন মোটর ভেহিক্যাল অফিসার এবং একজন সিভিক ভলান্টিয়ার। সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে।

Advertisement

[আরও পড়ুন: পুজোর মুখে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা মাস শেষের আগেই পাবেন বেতন]

মোটর ভেহিক্যাল আধিকারিক উজ্জ্বল জানা, সিভিক ভলান্টিয়ার অরিন্দম বিশ্বাস ও লরিচালক পিষ্ট হন। দুর্ঘটনার পর তিনজনকে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তিনজনের।

[আরও পড়ুন: এবার পুজোয় জেলে পার্থ, প্রেসিডেন্সি সংশোধনাগারে যাওয়ার সময় কী বললেন প্রাক্তন মন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement