Advertisement
Advertisement

ডোমকলে নৌকাডুবিতে এক মহিলা-সহ দুই শিশুর দেহ উদ্ধার

এখনও নদীতে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ৷

Three bodies recovered from river in Domkal
Published by: Sayani Sen
  • Posted:September 8, 2018 11:26 am
  • Updated:September 8, 2018 11:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক মহিলা-সহ দুই শিশুর দেহ উদ্ধার করল এনডিআরএফ৷ জাহেরা বিবি ও তাঁর চার বছরের শিশুকন্যা ও শিশুপুত্রের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ নৌকাডুবির প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে দেহগুলি উদ্ধার করা হয়৷ আর কেউ নদীতে তলিয়ে গিয়েছেন কিনা, তা নিশ্চিত করতে এখনও ভৈরব নদে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল৷

[সিগন্যালিংয়ের কাজের জের, আজও শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল]

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় কুড়ি জন যাত্রী নিয়ে মধ্য গরিবপুর ঘাট থেকে নৌকাটি ভৈরব নদের ওপারে উত্তর গরিবপুরে যাচ্ছিল। সেই সময় নদীতে ডুবে যায় ওই নৌকাটি৷  ঘটনার পর গতকাল রাতেই নৌকার অধিকাংশ যাত্রী নিজেরাই সাঁতরে পাড়ে উঠে আসেন বলে জানা গিয়েছে। এদিকে মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৯ জন ডোমকল মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকটি মোটরবাইক, সাইকেলও নৌকার সঙ্গে তলিয়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত নৌকাটির যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রী ওঠার কারণেই নৌকাটি উলটে যায়। ডোমকলের ভৈরব নদে নৌকাডুবির ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার হয়নি। ডুবে যাওয়া নৌকারও হদিশ পায়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে তল্লাশি চালিয়ে শনিবার সকালে এক মহিলা-সহ দুই শিশুর দেহ উদ্ধার করল এনডিআরএফ৷

Advertisement

[ডোমকলে নৌকাডুবিতে নিখোঁজ মা ও শিশু-সহ ৩, জোরকদমে চলছে উদ্ধারকাজ]

প্রত্যক্ষদর্শীদের অনুমান, নৌকায় ৬০ জনের মতো যাত্রী ছিলেন, এছাড়া মোট ১৩টি মোটরবাইক ও সাইকেল ছিল। ফলে যাত্রী শুধু নয়, বাইক ও সাইকেলের চাপেও ঘটে দুর্ঘটনা। আর কেউ তলিয়ে গিয়েছেন কিনা, তা নিশ্চিত করতে এখনও দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ ডোমকল থানার পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে ওই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বর্ষার আগেই পুলিশ অতিরিক্ত যাত্রী বহন না করার ব্যাপারে খেয়াঘাটে নির্দেশ জারি করেছিল। ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান জানান, পু্‌লিশি নির্দেশের পরেও কেন অতিরিক্ত যাত্রী তুলেছিল নৌকাটি সে বিষয়ে তদন্ত হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement