Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা

এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷

Three alleged BJP workers injured in Itahar bomb blast
Published by: Tanujit Das
  • Posted:April 23, 2019 11:37 am
  • Updated:April 23, 2019 7:17 pm  

শংকর রায়, রায়গঞ্জ: বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হল বিজেপির তিন সমর্থক৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভার চাকলার একটি আমবাগানে৷ বিস্ফোরণের তীব্রতায় একজনের হাত উড়ে গিয়েছে৷ একজনের আঙুল উড়ে গিয়েছে৷ আরও গুরুতর জখম আরও এক৷ তিন জনকেই ভরতি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ সঙ্গে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীও৷ এলাকা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

[আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ]

Advertisement

জানা গিয়েছে, জখম ব্যক্তিদের নাম লালন চৌধুরি, লাল্টু চৌধুরি ও সমর চৌধুরি৷ লালন ও লাল্টু সম্পর্কে কাকা-ভাইপো৷ এরা সকলেই স্থানীয় বিজেপির সমর্থক৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে এলাকার আমবাগানে বোমা বাঁধছিল এরা৷ তখনই বিস্ফোরণ হয়৷ এবং তাতেই গুরুতর জখম হয় তিনজন৷ বোমার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখতে পান, তিনজন মাটিতে পড়ে কাতড়াচ্ছে৷ সঙ্গে সঙ্গে ইটাহার থানায় খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ২২ নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়৷ ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়৷

[আরও পড়ুন: লোকসভা ভোট Live: ডোমকলে বোমাবাজি-হরিহরপাড়ায় গুলি, ভোটে ফের অশান্ত মুর্শিদাবাদ ]

কমিশন সূত্রে খবর, ওই বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা না থাকলেও, ভোটারদের ভয় দূর করতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই আবার ভোটগ্রহণ শুরু হয়েছে৷ এই ঘটনার পরেই বিজেপির বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূল৷ ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য অভিযোগ করেছেন, ‘‘এবার মানুষই দেখতে পাচ্ছে আসলে কারা বোমা তৈরি করে৷ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে৷ ভোট বাক্সে এর জবাব দেবে সাধারণ মানুষ৷’’ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ইটাহারে শান্তিতে ভোটগ্রহণ হচ্ছে বলেই খবর৷ কিছু কিছু এলাকায় বুথে জ্যামের অভিযোগ উঠছে শাসকের বিরুদ্ধে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement