সৌরভ মাজি, বর্ধমান: ফের মাথা কেটে নেওয়ার হুমকি দিয়ে পোস্টার পড়ল বিজেপি কর্মীদের বাড়িতে। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের বিভিন্ন এলাকায়। খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতৃত্বই ঘটনার সঙ্গে জড়িত।
সূত্রের খবর, রবিবার সকালে বর্ধমানের বড়নীলপুর এলাকার বিজেপি কর্মীদের বাড়ির উঠোনে হুমকি পোস্টার নজরে আসে স্থানীয়দের। জানা গিয়েছে, সাদা কাগজের উপর লেখা ছিল ‘বিজেপি করলে মাথা কেটে নেব।’ পোস্টারের নিচে দেওয়া ছিল বিপজ্জনক সংকেত। বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যেই বর্ধমানের বৈকুন্ঠপুরের বিজেপি কর্মীদের বাড়ি থেকেও উদ্ধার হয় একই হুমকি পোস্টার। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় বিজেপির সংগঠন বড় হচ্ছে। সেই কারণেই শাসকদলের কর্মীরা এলাকায় সন্ত্রাস তৈরি করে মানুষকে ভয় দেখাতে চাইছে। যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, কয়েকদিন আগে কাটমানি ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল বর্ধমানের বড়নীলপুর। কাটমানি ফেরতের দাবিতে এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরের দিন সকালে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই ঘটনার পর এদিন বিজেপি কর্মীদের বাড়িতে হুমকি পোস্টার উদ্ধার তৃণমূলের চক্রান্ত বলেই দাবি গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এদিনের ঘটনার আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.