সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাথা কেটে নেওয়ার হুমকি দিয়ে পোস্টার পড়ল তৃণমূল নেতার বাড়িতে। সাতসকালে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বিরাটিতে। খবর পেয়ে পোস্টারটি উদ্ধার করে নিয়ে গিয়েছে নিমতা থানার পুলিশ।
বিরাটির দক্ষিণ প্রতাপগড় এলাকায় থাকেন নির্মল বালা। তিনি তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি। পরিবারের লোকেদের দাবি, বুধবার সকালে তাঁরা দেখেন, বাড়ির সদর দরজায় একটি পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, ‘তুই তৃণমূল করছিস নির্মল বালা। তোর মুন্ডু কেটে ফুটবল খেলব। আরও অনেকে আছে। জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ।’ ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় নিমতা থানায়। তৃণমূল নেতার বাড়ি থেকে পোস্টারটি উদ্ধার করে নিয়ে গিয়েছেন পুলিশ।
এদিকে এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব। গেরুয়া শিবিরের পালটা দাবি, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই এলাকার দলের তেমন সংগঠনই নেই। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে মধ্যমগ্রামে বিজেপি করলে মাথা কেটে নেওয়ার হুমকি দিয়ে পোস্টার পড়েছিল। মধ্যমগ্রামে পাটুলি শিবতলা এলাকায় একটি সেলুনের শাটারে ওই পোস্টারটি লাগানো হয়েছিল। তবে কারা পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট নয়। কারণ পোস্টারের নিচে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম ছিল না। আর এবার বিরাটির তৃণমূল নেতার বাড়িতে একই কায়দায় হুমকি পোস্টার পড়ল। এদিকে, মঙ্গলবার রাতে আবার নিমতায় উত্তর দমদম পুরসভায় ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক চরমে।
[ সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে শুরু প্রাকবর্ষার বৃষ্টি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.