রঞ্জন মহাপাত্র: ‘আবারও পালাবে জেল থেকে?’ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পুলিশের জালে ধরা পড়া জেলের গরাদ কেটে পালানো বন্দি কর্ণ বেরা জানাল, ‘হ্যাঁ, সুযোগ পেলে আবারও জেল থেকে পালাব।’ শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের জুনপুট উপকূল থানার মাজিলাপুর থেকে কর্ণ বেরা নামে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ মে কাঁথির উপ সংশোধনগার থেকে করাত দিয়ে গরাদ কেটে কর্ণ ও নিজাম নামে দুই বন্দি পালায়৷ তারপর তাদের খোঁজে জেলা ও পার্শ্ববর্তী জেলাজুড়ে তল্লাশি শুরু হয়৷ অবশেষে এদিন পুলিশের জালে ধরা পড়ল কর্ণ৷
পুলিশ জানিয়েছে, পলাতক হওয়ার পর থেকেই নিজাম ও কর্ণের বাড়ির উপর কড়া নজর রাখা হচ্ছিল৷ এদিন গোপন সূত্রে খবর পেয়ে বাড়ির পিছনে জ্বালানির কাঠের মাচা থেকে ঘুমন্ত অবস্থায় কর্ণকে গ্রেফতার করা হয়৷ তবে এই ঘটনার পরই পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের তরফ থেকে কারা দপ্তরকে এই ধরনের বন্দিদের সেন্ট্রাল জেলে পাঠানোর আর্জি জানানো হয়েছে। কারণ, এই বন্দিরা বারবার পালানোর চেষ্টা করে এবং তা আটকানোর মতো পরিকাঠামো উপসংশোধনারগুলিতে নেই৷ প্রসঙ্গত, কর্ণ এই নিয়ে তিনবার পুলিশের চোখে ধুলো দিল৷ দু’বার কাঁথি সংশোধনাগার থেকে ও একবার কাঁথি মহকুমা আদালতে নিয়ে যাওয়ার পথে৷
শনিবার পুলিশি জেরায় কর্ণ জানিয়েছে, উপসংশোধনাগার থেকে পালিয়ে সে ও নিজাম প্রথমে যায় মন্দারমণি৷ সেখান থেকে তারা দিঘা পালায়৷ তারপর হঠাৎই নিজাম উধাও হয়ে যায়৷ তখন কর্ণ হাওড়ায় চলে আসে৷ সেখান থেকে পুরীগামী ট্রেনে উঠে বসে৷ পুরীতে গিয়ে মাথা ন্যাড়া করে নিজাম নিজের চেহারা বদল করে ফেলে৷ তার ধারণা হয়েছিল, নতুন রূপে তাকে কেউ চিনতে পারবে না৷ এ জন্য শুক্রবার গভীর রাতে সে বাড়ি ফেরে৷ তবে এখনও পর্যন্ত অন্য পলাতক বন্দি নিজামের কোনও হদিশ মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
দেখুন ভিডি:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.