Advertisement
Advertisement
pre-poll violence

Panchayat Polls: সন্ত্রাস নয়, ৫০ বছর ধরে ভোট উৎসব পালিত হয় পশ্চিম বর্ধমানের এই গ্রামে

কেন এই গ্রামে শান্তিপূর্ণ নির্বাচন হয়?

This Burdwan village celebrate vote amidst pre-poll violence | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 26, 2023 8:56 pm
  • Updated:June 26, 2023 8:56 pm  

শেখর চন্দ্র, আসানসোল: পঞ্চায়েত ভোট মানেই বোমা, বারুদ, গুলি আর সন্ত্রাস- এরকমই অভিযোগ। মনোনয়নের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত রাজনৈতিক নানা অশান্তি লেগেই থাকে। কিন্তু ভোটকে প্রকৃত উৎসবে পরিণত করেছে সালানপুর পঞ্চায়েতের এথোড়া গ্রাম। এই গ্রামে নেই কোনও সন্ত্রাস। গত ৫০ বছর ধরে এথোড়া গ্রামে রাজনৈতিক কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটেনি কোনও হিংসা। এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি এমনকী নির্দল প্রার্থীরাও মনোনয়ন দিয়েছেন নির্বিঘ্নে। দেওয়াল লিখন করেছেন শান্তিতে এবং বাড়ি বাড়ি প্রচার করছেনও নিশ্চিন্তে। ভোট হবেও এখানে অবাধ ও নির্বিঘ্নে, কারণ এটাই এখানকার বৈশিষ্ট্য।

পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে যখন একের পর এক সন্ত্রাস ও খুনের ঘটনা ঘটছে, তখনই ভিন্ন চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের এথোড়া গ্রাম পঞ্চায়েতে। এই গ্রামে নেই কোনও সন্ত্রাস। শাসক ও বিরোধীরা সকলেই শান্তিপূর্ণ ভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এমনকী দেওয়াল লিখন এবং নির্বাচনী প্রচার শান্তিপূর্ণ ভাবে করেছেন।

Advertisement

[আরও পড়ুন: Panchayat Election: তমলুকে দেওয়ালে মিশল বাম-বিজেপি! গোপন আঁতাতের অভিযোগে সরব তৃণমূল]

সালানপুর ব্লকের এথোড়া গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস এবং নির্দল প্রার্থী দিয়েছেন। প্রার্থী সংখ্যা ২১। সমিতিতে প্রার্থীর সংখ্যা ৮। সমস্ত রাজনৈতিক দল এই পঞ্চায়েতে প্রার্থী দিয়েছেন। কেন এই এথোড়া গ্রামে শান্তিপূর্ণ নির্বাচন হয়? সেই প্রসঙ্গে এথোড়া গ্রামের তৃণমূল নেতা শ্রীকান্ত মুখোপাধ্যায়, কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডিরা বলেন, ১৯৬৯ সালে ৫ জুলাই পঞ্চায়েত নির্বাচনে এথোড়া গ্রামে ব্যাপক সন্ত্রাস হয়েছিল। বাইরের রাজনৈতিক গুন্ডারা বুথ লুঠ করতে এসেছিল। সেই সময় একজন প্রধান শিক্ষক এবং এক ছাত্র খুন হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই এথোড়া গ্রামের মানুষ এবং এথোড়ার তৎকালীন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা একত্রিত হয়ে শপথ নিয়েছিলেন যে এরপর পঞ্চায়েত নির্বাচনে এথোড়া গ্রামের আর কোনও সন্ত্রাস হবে না।

সেই থেকেই পঞ্চায়েত নির্বাচনে এখানে আর কোনও সন্ত্রাস হয় না। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নেয় এবং দেওয়াল লিখন থেকে শুরু করে নির্বাচনী প্রচার শান্তিপূর্ণ ভাবেই চলে। এমনকী নির্বাচনের দিন সকলে মিলে উৎসবের মতো পালন করে। সমস্ত রাজনৈতিক দলের ভলেন্টিয়াররা এদিন নিজ নিজ টিফিন একে অপরকে ভাগ করেও খাওয়ান। বিজেপি প্রার্থী চায় না চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী মৌ পুইতন্ডি, সিপিএম প্রার্থী রিঙ্কি বাউরিরা বলেন, সন্ত্রাসহীন নির্বাচন দেখতে হলে আসতে হবে সালানপুরের এথোড়া।

[আরও পড়ুন: ১০ দিন ধরে মৃত নাতির যত্ন ঠাকুমার! দুর্গন্ধে অতিষ্ট হয়ে পুলিশ ডাকল প্রতিবেশীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement