Advertisement
Advertisement

সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত পুলিশ! সুযোগ বুঝে শিল্পতালুকে কয়েক লক্ষ টাকার ডাকাতি

নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে৷

Thieves strike in Durgapur
Published by: Kumaresh Halder
  • Posted:November 9, 2018 6:22 pm
  • Updated:November 9, 2018 6:22 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর:  থানার সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ব্যস্ত’ পুলিশ! আর সেই সুযোগ চালু কারখানার পাঁচিল টপকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকে৷ অভিযোগ, নিরাপত্তাকর্মীদের মারধর করে লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷   

[ভাইফোঁটা নিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩ জন]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ শিল্পতালুকের একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় হানা দেয় তিরিশ থেকে চল্লিশ জনের দুষ্কৃতী দল৷ সকালে উৎপাদন চললেও খরচ কমাতে রাতে উৎপাদন বন্ধ থাকে এই কারখানায়৷ দুষ্কৃতী হানার সময় কারখানায় তিনজন লাঠিধারী নিরাপত্তা কর্মী ও দু’জন কারখানার নিজস্ব কর্মী ছিলেন৷ নিরাপত্তাকর্মী উমাপদ সিনহা বলেন, “কারখানার ভিতর টহল দেওয়ার সময় চিত্কার শুনে এগিয়ে গেলে দেখি পাঁচিল টপকে বেশ কয়েকজন দুষ্কৃতী ভিতরে ঢুকছে৷ তাদের তাড়া করতে গেলে উলটে রড, লাঠি, ইট নিয়ে আমাদের তাড়া করে৷’’ ভয়ে নিরাপত্তাকর্মীরা পালাতে শুরু করে৷ পালাতে গিয়েই পড়ে যান উমাপদবাবু৷ তখন তাঁর উপর রড নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা৷ সেই সময়ই তিনি আবছা আলোর মধ্যে দেখেন জনা চল্লিশ দুষ্কৃতী কারখানার বিভিন্ন দিকে লুট শুরু করে দিয়েছে৷ নিরাপত্তাকর্মীদের ব্যাপক মারধর করে তাঁদের কারখানার ভেতর ঢুকে থাকতে বলে দুষ্কৃতীরা৷ না হলে তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ নিরাপত্তাকর্মীদের৷

Advertisement

[বাঘের আতঙ্কে বেঙ্গল সাফারিতে বন্ধ ‘লেপার্ড সাফারি’, উদ্বেগে পর্যটন মহল]

দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে অভিযোগ নিরাপত্তাকর্মীদের৷ মাত্র মিনিট ১৫ লুঠ চালিয়েই একইভাবে পাঁচিল টপকে চম্পটদেয় দুষ্কৃতীরা৷ এরপর কারখানার একটি ঘর থেকে বেরিয়ে এসে নিরাপত্তাকর্মীরাই খবর দেয় পুলিশকে৷ বেশ কিছুক্ষণের মধ্যে টহলরত পুলিশকর্মীরা ঘটনাস্থলে এলেও দুষ্কৃতীদের খোঁজে কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ৷ শুক্রবার সকালে কারখানার অন্যান্য কর্মীরা ও আধিকারিকরা আসেন৷ কারখানার ম্যানেজার অশোক সিংহ জানান, “দুষ্কৃতীরা প্রায় লক্ষাধিক টাকার লোহার সামগ্রী লুট করেছে৷ নিরাপত্তাকর্মীদের মারধর করে লুটতরাজ চালিয়েছে তারা৷”

[বিশ্ববাসীকে নতুন চা উপহার দিতে প্রস্তুতি শুরু মকাইবাড়ির রাজার]

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কোকওভেন থানায় কালীপুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত ছিল পুলিশ৷ অভিযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে শিল্পতালুকে এদিন পুলিশি টহলও ছিল ঢিলেঢোলা৷ সেই সুযোগেই এই ডাকাতির ঘটনা ঘটে বলে শিল্পতালুকের কর্মীদের দাবি৷ যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ আধিকারিক অভিষেক মোদি বলেন,‘‘সঠিক ঘটনাটি কি হয়েছে পুলিশের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement