Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

বাঁকুড়ায় চোর-চোর স্লোগান! শুনেই রেগে তেড়ে গেলেন শুভেন্দু

পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন শুভেন্দু অধিকারী।

Thieve slogan irks Suvendu Adhikari at Bankura

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 8, 2024 8:25 pm
  • Updated:May 8, 2024 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধেয় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) লক্ষ্য করে চোর স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায়। গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে জড়ালেন বচসায়।

তিনদফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি আরও চার দফা। স্বাভাবিকভাবেই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। বুধবার নির্বাচনী প্রচারে বাঁকুড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, সারেঙ্গায় আচমকাই শুভেন্দুর গাড়ি দেখে একদল ‘চোর-চোর’ স্লোগান তোলেন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা। সটান গাড়ি থেকে নেমে তেড়ে যান তিনি। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন। তবে অশান্তি বিরাট আকার নেয়।

Advertisement

[আরও পড়ুন: ‘ফুলকুমারি’ সেজেই মেট গালায়, ‘লাপাতা লেডিজ’-এর নিতাংশিকে দেখে আপ্লুত নেটপাড়া]

এর পর পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু অধিকারী। রীতিমতো কথাকাটাকাটি হয়। তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। বলেন, হার নিশ্চিত বুঝতে পেরে অশান্তির চেষ্টা করছে তৃণমূল। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ করছে না বলেই অভিযোগ তাঁর। এবিষয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: ‘পুবের লোকেরা যেন চিনা, দক্ষিণেররা আফ্রিকানদের মতো’, ফের বোমা ফাটালেন পিত্রোদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement