Advertisement
Advertisement

Breaking News

পুলিশের স্টিকার লাগানো গাড়িতে এল চোর! তারপর…..

দেখুন ভিডিও।

Thief caught red handed in Basirhat
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 5, 2018 6:35 pm
  • Updated:December 5, 2018 6:35 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: গায়ে উর্দি ছিল না ঠিকই। তবে গভীর রাতে পুলিশের স্টিকার লাগানো গাড়ি হাঁকিয়ে ব্যাটারি চুরি করতে এসেছিল পাঁচ দুষ্কৃতী! একজনকে ধরে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়াল বসিরহাটের মাটিয়ার ঘোড়ারাস গ্রামে।

[ বেআইনি মদের কারবার ঠেকাতে এবার রাজ্যজুড়ে আলাদা থানা আবগারি দপ্তরের]

Advertisement

বসিরহাটের মাটিয়া থানায় ঘোড়ারাস গ্রামে রাস্তার পাশেই ট্যাক্সি স্ট্যান্ড। রাতভর সার দিয়ে দাঁড়িয়ে থাকে ট্যাক্সি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই ট্যাক্সির ব্যাটারি চুরি হয়ে যাচ্ছিল। থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু, চুরির কিনারা করতে পারছিল না পুলিশ। মঙ্গলবার গভীর রাতে একটি গাড়িতে চেপে যথারীতি ওই ট্যাক্সি স্ট্যান্ডে হাজির হয় পাঁচ দুষ্কৃতী। ট্যাক্সি থেকে যখন তারা ব্যাটারি খুলছে, তখনই ঘুম ভেঙে যায় খালাসির। তাঁর দাবি, যে গাড়ি চেপে দুষ্কৃতীরা এসেছিল, সেই গাড়িটিতে পুলিশের স্টিকার লাগানো ছিল! ওই খালাসির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে ততক্ষণে পালিয়েছে চারজন দুষ্কৃতীরা। একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় গণপিটুনি। পুলিশের স্টিকার লাগানো গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বসিরহাটের মাটিয়ার ঘোড়ারাস গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। মারমুখী জনতার হাত থেকে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন পুলিশকর্মীরা। ব্যাটারি চুরি চক্রের বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement