Advertisement
Advertisement

Breaking News

Katwa

কার্তিক পুজোতেও থিমের লড়াই কাটোয়ায়, তুঙ্গে উন্মাদনা

কার্তিক পুজোর থিম দেখতে লাখো দর্শনার্থী আসেন কাটোয়ায়।

There are many themes in Kartik Puja in Katwa

কাটোয়া জনকল্যাণ সংঘের কার্তিক পুজোর মণ্ডপ। ছবি- জয়ন্ত দাস

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 15, 2024 6:53 pm
  • Updated:November 15, 2024 6:54 pm  

ধীমান রায়, কাটোয়া: কার্তিক পুজোতেও থিমের ছড়াছড়ি কাটোয়ায়। এই শহরের ‘কার্তিক লড়াই’ দেখতে লাখো দর্শনার্থীর সমাগম ঘটে। আগামীকাল শনিবার কার্তিক পুজো। পরদিনই কার্তিক লড়াই। এবার শহরে মোট ৮৬টি পুজো কমিটি পুজোর আয়োজন করেছে। তার মধ্যে ১৫ থেকে ১৬টি পুজো কমিটি থিম নিয়ে হাজির।

কাছারিপাড়ার ঝংকার ক্লাব প্রতিবছরেই বিগবাজেটের পুজোর আয়োজন করে। এবারে তাদের বাজেট ৩০ লক্ষ টাকা। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ করা হচ্ছে। পুজো কমিটির সম্পাদক কালী চট্টরাজ জানিয়েছেন, সুসজ্জিত মণ্ডপের পাশাপাশি থাকছে বাহারি আলোকসজ্জা। যা নজর কাড়বে সকলের। থাকছে বাজনার দল। কাছারি রোডে জনকল্যাণ সংঘের এবছরের থিম ‘পুতুলের ইতিবৃত্ত।’ পুজো কমিটির সম্পাদক অসীম মৈত্র জানান, এবছরে তাদের বাজেট ৭ লক্ষ টাকা। কালের নিয়মে কাঠের পুতুলের ব্যবহার কমে আসছে। পুতুল ব্যবহারের ইতিহাস ও বিবর্তন তুলে ধরা হয়েছে এই থিমে। তাই কাঠের পুতুল, মাদুর, বেত ও বাঁশের ঝুড়ি ইত্যাদি দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে।

Advertisement

পাবনা কলোনী দেশবন্ধু ক্লাবের এবছরের পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। দেশবন্ধু ক্লাবের এবছরের কার্তিকপুজোর থিম ‘বৃন্দাবনের প্রেম মন্দির।’ আয়োজকরা জানিয়েছেন, সবাই বৃন্দাবন দর্শনে যেতে পারেন না। সেজন্য মণ্ডপের ভিতর বৃন্দাবনের দৃশ্য তুলে ধরা হয়েছে। লেনিন সরণিতে সবুজপাতা ক্লাবের এবছরের পুজোর থিম হীরক রাজার দেশে। বাজেট প্রায় ৪ লক্ষ টাকা। ঘোষেশ্বরতলা যুবগোষ্ঠী ক্লাবের পুজোর থিম ‘পরিবেশ বান্ধব।’ইয়ংস্টার ক্লাব কলকাতা হাই কোর্টের আদলে মণ্ডপ তৈরি করেছে। ইতমধ্যেই পুজো ঘিরে উন্মাদনা শুরু হয়েছে শহরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement