Advertisement
Advertisement

Breaking News

Durgapur

স্কুলের জানলা ভেঙে ঢুকে ভয়ংকর চুরি, আতঙ্কে পিছিয়ে গেল পরীক্ষা!

স্কুলের মাঠ সন্ধ্যার পর দুষ্কৃতীদের ডেরা হয়ে ওঠে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের।

theft in Kanksa school

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:December 7, 2024 6:37 pm
  • Updated:December 7, 2024 6:37 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কাঁকসা থানার পানাগড় উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি। দুষ্কৃতীরা অফিসের পিছনের জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এরপর অফিসের মধ্যে কার্যত তছনছ চালায়। টাকা, সিসিটিভি-সহ একাধিক জিনিস নিয়ে চম্পট দেয় তারা। ঘটনা শুক্রবার রাতের। শনিবার সকালে স্কুলে এসে সব দেখতে পান শিক্ষক-শিক্ষিকারা। যার জেরে খানিকক্ষণের জন্য স্কুলের পরীক্ষাও পিছিয়ে দিতে হয়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে অফিস ঘরে গিয়ে এই ঘটনা দেখা যায়। ঘরের জানলা ভাঙা। আলমারিও ভেঙেছে দুষ্কৃতীরা। সেখানে ১০ হাজার টাকা ছিল। সেই টাকাও আর নেই। এছাড়া একাধিক নথিও চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। এমনকী কম্পিউটার ঘরের দরজাও ভাঙে দুষ্কৃতীরা।স্কুলের শিক্ষিকা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অফিসের সিসিটিভি ও হার্ড ডিস্ক নিয়েও পালিয়েছে দুষ্কৃতীরা।

Advertisement

ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই মুহূর্তে বিদ্যালয়ে বাৎসরিক পরীক্ষা চলছে। এদিনও স্কুলের পরীক্ষা ছিল। ঘটনার জন্য এদিন পরীক্ষা তিন ঘণ্টা সময় পিছিয়ে যায়। কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগেও এই বিদ্যালয়ে একইভাবে চুরি হয়েছে। স্কুলের মাঠ সন্ধ্যার পর দুষ্কৃতীদের ডেরা হয়ে ওঠে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement